January 6, 2025

হায় একি স্বচ্ছতা ? নজর দেবেন কি ? না কি এমনই থাকবে কালিয়াগঞ্জ শহর।

1 min read

তপন চক্রবর্তীউত্তর দিনাজপুর-ঃ  আমরা স্বচ্ছ ভারতের কথা বিভিন্ন জা য়গায় ভাষণের মাধ্যমে বললেও কাজের ক্ষেত্রে আমরা নিজেরাই আমাদের বাড়ির আবর্জনা রাস্তার মাঝে ফেলে দিয়ে নিশ্চিন্তে স্বচ্ছ ভারতের জ্ঞানগর্ভ ভাষণ দিয়ে জনগণকে সচেতন হতে বলি অথচ নিজেরাই বিশেষ করে যারা  শিক্ষিত সমাজ বলে মনে করি তারাই অশিক্ষিতের মত কাজ করে যাচ্ছি প্রতিনিয়তই 


শুক্রবার সকালেই এই প্রতিবেদক তার জাজ্জ্বল্যমান উদাহরণ দেখতে পেল মহেন্দ্রগঞ্জ বাজারে বিস্কুট ফ্যাক্টরি রোডের সামনেরাস্তার উপরে  বাড়ির যতসব নোংরা আবর্জনা যে রাস্তা দিয়ে  অসংখ্য মানুষের যাতায়াত সেই রাস্তার একেবারে উপরে কান্ড জ্ঞানহীনের মত আবর্জনার স্তূপ ফেলে দিচ্ছিযা সভ্য সমাজের আচার আচরণের বিরুদ্ধেআমরা নিজেরা একবারের জন্যও ভাবিনা এই নোংরা আবর্জনার মধ্য দিয়ে আমাদের কত ক্ষতি হতে পারেকালিয়াগঞ্জ পৌর শহরের শুধু মাত্র মহেন্দ্রগঞ্জে যদি স্বচ্ছ ভারতের এই হাল হয়ে থাকেতাহলে শহরের অন্যান্য জায়গায় অবস্থা কি হতে পারে তা সহজেই অনুমান করা যায় তাই ভালো কথার দিন শেষ হয়ে গেছে


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


এখন দরকার পৌরসভার পক্ষ থেকে   কঠিন পদক্ষেপ নেবার সময় এসে গেছে কারণ আমরা ভালো কথার মানুষ নই আমাদেরকে সচেতন নয় শাসন করতে হলে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ভূমিকায় আসতে হবে কালিয়াগঞ্জের পৌরপতিকেইপৌরপতি কার্তিক চন্দ্র পাল বলেন ব্যাপারে তিনি কড়া পদক্ষেপ গ্রহণ করতে পিছপা হবেন না বলে জানানতিনি বলেন আসলে সরকার থেকে সব রকম ব্যবস্থা করে দিলেও আমরা আবর্জনা ফেলার নির্দিষ্ট স্থানে সেই অবর্জনাটুকু  ফেলে দিয়ে আসতে পারিনাযা অত্যন্ত দুর্ভাগ্যজন আমরা নিজেরাই যদি  এখনও স্বচ্ছতা সম্পর্কে অজ্ঞ হই তাহলে অপরকে স্বচ্ছ ভারত,নির্মল বাংলা সম্পর্কে সচেতন করবার অধিকার আমাদের কি ভাবে থাকতে পারে?


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *