January 5, 2025

জেলা বইমেলায় নব আঙ্গিকে রবীন্দ্র সঙ্গীত ও নজরুল গীতি পরিবেশন rythm of IGPS স্কুল ব্যান্ডের

1 min read

জেলা বইমেলায় নব আঙ্গিকে রবীন্দ্র সঙ্গীত ও নজরুল গীতি পরিবেশন rythm of IGPS স্কুল ব্যান্ডের

নতুন বছরের শুরুতে জাকিয়ে পড়ছে ঠান্ডা আর তাঁরই সাথে বইপ্রেমি মানুষের ভিড়ে জমে উঠেছে উত্তর দিনাজপুর জেলা বইমেলা। বইমেলার সাথে সাথে চলছে সংস্কৃতিক অনুস্টানের আসর। সাংস্কৃতিক অনুষ্ঠানের আসরে আজ চতুর্থ দিনের অনুষ্ঠান জমিয়ে দিল ইন্ডিয়ানা গ্লোবাল পাবলিক স্কুলের কচিকাচারা।

গিটার ও সিন্থেসাইজারের যুগল বন্দির সাথে তবলা ও ক্ল্যাপবক্স এর মেলবন্ধনে সৃষ্টি করে বহুস্তরিও সঙ্গীতের আমেজ। এর সাথে কচিকাচাদের গলায় ভেসে ওঠা আয় তব সহচরি, ওগো বকুল, বিশ্বসাথে যোগে বিথায় গানের মাধ্যমে সুরের মূর্ছানায় ভেসে ওঠে বইমেলা প্রাঙ্গণ।

এই গান গুলির মাধ্যমে রবীন্দ্র সঙ্গীত ও নজরুল গীতি কে নব আঙ্গিকে তুলে ধরার চেষ্টা করে IGPS স্কুল ব্যান্ডের সদস্য ভোকালে থাকা দ্বিতীয় শ্রেণীর সিদ্ধান্ত সাহা তৃতীয় শ্রেণির অমৃতা মোদক, চতুর্থ শ্রেণির অঙ্কিতা সরকার ও সোনাক্ষি সাহা এরই সাথে সিন্থেসাইজার, গিটার ও ক্ল্যাপবক্সে সহযোগিতা করেন যথাক্রমে বিদ্যালয়ের সঙ্গে যুক্ত শিক্ষাকর্মীরা। তওবধানে ছিলেন বিদ্যালয়ের শিক্ষক মাননীয় মনোজ মজুমদার মহাশয়

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *