কালিয়াগঞ্জের উত্তর দিনাজপুর জেলার বইমেলায় নন্দকুমার ঘোষের পাঁচটি পূর্ণাঙ্গ নাটক নিয়ে তৈরি “নাটক সংগ্রহ”সংকলনটি প্রকাশ হলো
1 min readকালিয়াগঞ্জের উত্তর দিনাজপুর জেলার বইমেলায় নন্দকুমার ঘোষের পাঁচটি পূর্ণাঙ্গ নাটক নিয়ে তৈরি “নাটক সংগ্রহ”সংকলনটি প্রকাশ হলো
তন্ময় চক্রবর্তী,কালিয়াগঞ্জ ৪ জানুয়ারি:উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের পার্বতী সুন্দরী মাঠে উত্তর দিনাজপুর ৩০ তম বইমেলার উদ্বোধন হয় গত ৩০শে ডিসেম্বর।শনিবার ছিল তার চতুর্থতম দিবস। শনিবার চতুর্থতম দিবসে বেলা তিনটা থেকে শুরু হয় উত্তর দিনাজপুর জেলার কবি সাহিত্যিকদের কে নিয়ে একটি কবি সম্মেলন অনুষ্ঠিত হয়। এই কবি সম্মেলনে জেলার বিভিন্ন স্থান থেকে শুধু জেলা নয় উত্তরবঙ্গ যাত্রা পশ্চিমবঙ্গের বেশ কয়েকজন বিশিষ্ট কবি ও এই কবি সম্মেলনে উপস্থিত থেকে তাদের স্বরচিত কবিতা পাঠ করে শোনান।
কবি সম্মেলনটি ছিল অত্যন্ত প্হয়েছেdত।কবি সম্মেলনে প্রত্যেক অংশগ্রহণকারী কবিদের উত্তর দিনাজপুর ৩০তম জেলা বইমেলার পক্ষ থেকে তাদের উত্তরীয় পরিয়ে একটি করে স্মারক দেওয়া হয়।কবি সম্মেলন শেষ হবার পর সম এই মঞ্চেই উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের একজন সক্রিয় নাট্যকর্মী তথা নাট্যকার নন্দকুমার ঘোষ রচিত “নাটক সংগ্রহ” নাটকের গ্রন্থটি প্রকাশ করেন ইটাহার করা যায় এর অধ্যাপক তথা সাংবাদিক সুকুমার বাড়ুই সহ কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপিতা রাম নিবাস সাহা। নন্দকুমার ঘোষের এই প্রথম তা রচিত নাটক গুলি গ্রন্থ ভুক্ত হলো। উত্তরবঙ্গের আঞ্চলিক ভাষার প্রয়োগ তার রচনার বিশেষ বৈশিষ্ট্য। তার নাটক সংগ্রহ গ্রন্থে মুক্তির উপায় টুনটুনি ও রাজার কথা কুসুম কথা জরিনা বিবির কিসসা এবং জিওন কার্টির সন্ধানে গল্পগুলি অন্তর্ভুক্ত হয়েছে।