January 7, 2025

কাটোয়ার পূর্ব চক্রের শীতকালীন বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা

1 min read
সৌমেন গড়াই ,কাটোয়া,পূর্ব বর্ধমান :- পূর্ব বর্ধমানের কাটোয়া ২ নং ব্লকের করুই পঞ্চায়েতের অন্তর্গত কুরচি ফুটবল ময়দানে অনুষ্ঠিত হল কাটোয়া পূর্ব চক্রের শীতকালীন বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় কাটোয়া ২নং ব্লকের ৭ টি পঞ্চায়েতের অধীনস্ত ৮৭ টি প্রাথমিক বিদ্যালয় ও ১৩ টি শিশু শিক্ষা কেন্দ্রের ছাত্র ছাত্রীদের নিয়ে,এখানে ২৮ ইভেন্টে খেলা হয়,এই খেলায় ২৫০জন ছাত্র ছাত্রীরা অংশ গ্রহন করে এবং প্রথম,দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারী কে পুরস্কিত করা হয়।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

,আজ এই খেলার মাঠে উপস্থিত ছিলেন কাটোয়া ২ নং ব্লকের বিডিও মাননীয় শৌমিক পানিগ্রাহী ও পঞ্চায়েত সমিতির সভাপতি নিষাদ সামন্ত,জেলা পরিষদের সদস্য তুষার সামন্ত,ও পঞ্চায়েত সমিতির সদস্য সুব্রত মজুমদার এবং কাটোয়া পূর্ব চক্রের বিদ্যালয় পরিদর্শক সৌরভ গোস্বামী সহ প্রমুখ ।এই খেলার মূল আকর্ষণ ছিল আদিবাসী নৃত্য।এই খেলা দেখার জন্য ক্রীড়া প্রেমিক মানুষ ও সাধারণ মানুষরা ভিড় করে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর..