কালিয়াগঞ্জে৫৮তম রাস যাত্রা উপলক্ষে গোপাল সাজো প্রতিযোগিতা
1 min read
তপন চক্রবর্তী--উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ৬৪প্রহর নাম যজ্ঞ সমিতির উদ্দ্যগে মহেন্দ্রগঞ্জ নাট মন্দির প্রাঙ্গনে রাস যাত্রা উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় গোপাল সাজো এক অভিনব প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।এই প্রতিযোগিতায় ৩৬জন কচিকাঁচা গোপাল সেজেএই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
কচিকাঁচাদেরএই প্রতিযোগিতা দেখবার জন্য অনেক বয়স্ক পুরুষ ও মহিলারা দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করে দেখেন।
কালিয়াগঞ্জ ৬৪প্রহর নাম যজ্ঞ সমিতির রাস উৎসব কমিটির সম্পাদক দুলাল কুন্ডু বলেন তাদের রাস উৎসব কমিটির পক্ষ থেকে রাস উৎসবের সাথে সাথে একদিকে যেমন অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছেন তেমনি যোগ ব্যায়াম
প্রতিযোগিতার ও ব্যবস্থা করেছেন।রাস উৎসবকে কেন্দ্র করে মহেন্দ্রগঞ্জ নাটমন্দির প্রাঙ্গণ যেন মিলন মেলার রূপ নেয়।রাস উৎসবকে কেন্দ্র করে প্রতিদিন নাট মন্দির প্রাঙ্গনে চলবে পদাবলী কীর্তন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});