কাটোয়ার সিঙ্গি গ্রামে মশাল জগদ্ধাত্রী পূজার শোভাযাত্রা
1 min read
সৌমেন গড়াই,কাটোয়া,পূর্ব বর্ধমান;- পূর্ব বর্ধমান এ কাটোয়ার সিঙ্গি গ্রামে এই মশাল জগদ্ধাত্রী পুজো বহু পুরুষ ধরে হয়ে আসছে ,তা প্রায় আনুমানিক সাড়ে তিনশো বছরের পুরনো এই পুজো ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এই পুজো মশাল জগদ্ধাত্রী পুজো, জগদ্ধাত্রী পুজোর সময় না হয়ে ঠিক তার এক সপ্তাহ পরে এই রাস পূর্ণিমার সময় হয় ,তিন দিন ধরে পূজা হয় এই পূজা হয়। এই মশাল জগধাত্রী পুজো হয় সিঙ্গি গ্রামে বাজারে জগধাত্রী মন্ডপ বা কাশীরাম দাস অ্যাথলেটিক ক্লাব এ যত্নসহকারে ধুমধাম করে পূজার্চনা করা হয় এই পুজোয় ছাগ বলি প্রথা চালু আছে আজ তার বিসর্জন বা শোভাযাত্রা এই শোভা যাত্রার সময় কোন লাইট ব্যবহার করা হয় না মশাল জ্বালিয়ে সমগ্র গ্রাম প্রদক্ষিণ করা হয় এবং গ্রামের ছোট থেকে বড় পর্যন্ত সাধারণ মানুষ পাটকাঠির মশাল জ্বালায় এবং গ্রামের বিভিন্ন জায়গায় এই মশাল নিয়ে খেলা ও করা হয় এই খেলা দেখার জন্য শুধু সিঙ্গি গ্রাম নয় পার্শ্ববর্তী গ্রামের মানুষ ও ভিড় জমায়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});