December 12, 2024

কাটোয়া থেকে বর্ধমান যাতায়াতের পথে আরও তিনটি ট্রেন চালু করল রেল।

1 min read
সৌমেন গড়াই, কাটোয়া,পূর্ব বর্ধমান :-  কাটোয়া থেকে বর্ধমান যাতায়াতের পথে আরও তিনটি ট্রেন চালু করল রেল। রেল সূত্রে জানাগেছে যে কিছু দিন পরীক্ষামূলক ভাবে চালানো হবে  তারপর স্বাভাবিক ভাবে চালানো হবে  ট্রেন।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

 যাত্রীদের কাছ থেকে জানা যায় যে  তাদের বহু দিনের আশা পূরণ হল।প্রথমে একটি মাত্র ট্রেন চলাচল করত ,বর্ধমান থেকে কাটোয়া আসতে দীর্ঘ সময় লাগতো কখনও বর্ধমান থেকে বলগোনা  


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

পর্যন্ত আসতো, তাতে ব্যবসায়ী ও সাধারণ মানুষের খুব অসুবিধা হত, এবং এই লাইনে  ট্রেন দেওয়ার জন্য বহু আন্দোলন করেছেন অবশেষে আজ তাদের আশা পূরণ হল ও হাসি ফুটে উঠেছে, এতে  ব্যবসায়ী, যাত্রী ও সাধারণ মানুষরা খুব খুশি।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *