December 12, 2024

এলাকার দুঃস্থ ছাত্র ছাত্রীদের ছাতা দান করলেন লায়ন্স ক্লাব অব বিধান নগর

1 min read
সুবল গোপ বিধান নগর ১আগস্ট:এলাকার দুঃস্থ ছাত্র ছাত্রীদের ছাতা দান করলেন লায়ন্স ক্লাব অব বিধান নগর ।ক্লাবের পক্ষ থেকে সুধীর ঘোষ জানান উওর বঙ্গের সমাজসেবি এই লায়ন্স ক্লাবের ২০তম কমিটি গঠন উপলক্ষে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে এলাকার গরিব মানুষকে ৭০টি ছাতা দান করা হয়েছে তাদের মধ্যে ৩০জন দুঃস্থ মহিলা পুরুষ এবং ৪০জন গরিব ছাত্র ছাত্রী।এছারাও এলাকার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্র ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন লায়ন কেদার গজমের ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

তিনি নতুন বোড সদস্যদের সপথ বাক্য পাঠ করান ।নতুন কমিটিতে চিন্ময় মৈত্র সম্পাদক, সর্বায়ন ঘোষ কোষাদক্ষ নির্বাচিত হন ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *