বিধান নগর জুনিয়ার বালিকা বিদদালয় টিকে মাধধমিক ইসতরে উন্নীত করার দাবীতে রেলি
1 min read
সুবল গোপ বিধান নগর। ১আগস্ট। ২০০৯ সালের সরকার অনুমোদিত বিধান নগর জুনিয়ার বালিকা বিদদালয় টিকে মাধধমিক ইসতরে উন্নীত করার দাবীতে এবং ভর্তি র আবেদনে একটি রেলি বের করল বিধান নগর শান্তি পারা জুনিয়ার বালিকা বিদদালয়। বিদদালয়ের ছাএী শিখিকার সংগে পা মেলান বিধান নগর নারী শিখা কমিটি ও বিধান নগর ওয়েল ফেয়ার সোসাইটি। বিদদালয়েয় শিখিকা অনিন্দিতা বিসসাস। জানান ;বিদদালয়ে সব কিছুই থাকতেও নতুন করে ভর্তি হচ্ছে না। বতমানে ইস্কুল টিতে ৯০জন ছাএী এবং ৪জন শিখিকা আছে। ইস্কুল ভবন শিখন পরিকাঠামো কমপুটার শিখা সব কিছু। তা সততেও ভর্তি হচ্ছে না কেন? তার উওরে অভিভাবক সমীর পাল কৃষ্ণ বর্মন শিউলি সাহা সুকলাল টুডু ও মহঃ রহিম রা জানান :অনেক দিন ধরে এই ইস্কুল টি জুনিয়ার হয়েই আছে। মাঝ পথে অর্থাত অষ্টম শ্রেণী র পর নতুন করে ভর্তি করাতে হয় অনন ইস্কুল এ। তাই নতুন করে ভর্তি হচ্ছে না। নারী শিখা কমিটি র আহবায়ক সুমনা মনডল এবং সমাজ সেবী বাপন দাস জানান ২০১৫
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
সালে উন্নীত করন সহ ৬ দফা দাবীতে শিখা দপতরে জানানো হয়েছিল। কিন্তু কোন ফল হয় নাই। তাই এলাকা বাসি গন সাখর সংগ্রহ করে সরকারকে বিধান নগর জুনিয়ার বালিকা বিদদালয় টিকে মাধমিকে উন্নীত করার দাবী জানাবেন।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});