তিন ট্রাকের সংঘর্ষে ব্যপক উত্তেজনা ছড়াল রায়গঞ্জে।
1 min readতন্ময় দাস (বর্তমানের কথা) ঃ তিন ট্রাকের সংঘর্ষে ব্যপক উত্তেজনা ছড়ায় রায়গঞ্জের পূর্ব উকিলপাড়ায় ৩৪ নম্বর জাতীয় সড়কের উপর। দুর্ঘটনায় আহত সংখ্যা তিন, আশঙ্কাজনক দুই। আহতদের উদ্ধার করে নিকটবর্তী বেসরকারি নার্সিংহোমে তরিঘড়ি নিয়ে যাওয়া হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রায়গাঞ্জ থানার বিশাল পুলিশবাহিনী ও দমকল আধিকারিকরা।
স্থানীয় সুত্রে জানা গেছে, প্রথমে মালদা গামী একটি ট্রাকে
র সঙ্গে শিলিগুড়ি গামী একটি ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয় তারপর ওই দুটির ট্রাকের পেছন থেকে অপর একটি ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে সজরে ধাক্কা মারে। ঘটনায় গুরুতর আহত হন তিনজন। দুইজনের অবস্থা আশঙ্কাজনক।
ফলে দীর্ঘক্ষণ ৩৪ নম্বর জাতীয় সড়কে যানচলাচল ব্যাহত হয়। ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার পুলিশ ও দমকলবাহিনী। স্থানীয় মানুষ ও দমকলবাহিনীর কর্মীরা দুই ট্রাকের আহত চালক ও খালাসি কে উদ্ধার করে। এক ট্রাকের চালক পলাতক। পুলিশ তিনটি লড়িকেই আটক করেছে।