জেলা পুলিশের উদ্যগে কালিয়াগঞ্জ থানায় ৪দিন ব্যাপী ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন
1 min readতপন চক্রবর্তী (বর্তমানের কথা) ঃ রবিবার উত্তর দিনাজপুর জেলা পুলিশের উদ্যোগে ও কালিয়াগঞ্জ থানার ব্যাপস্থাপনায় থানা প্রাঙ্গনে ৪দিন ব্যাপী ইন্টার জি.পি ভলিবল টুর্নামেন্টের উদ্বোধন করলাম কালিয়াগঞ্জ ব্লকের সমষ্টি উন্নয় আধিকারিক মহম্মদ জাকারিয়া।কালিয়াগঞ্জ থানার আইসি বিচিত্র বিকাশ রায় বলেন উত্তর দিনাজপুর জেলা পুলিশ সুপার এর নির্দেশে তারা কালিয়াগঞ্জ থানার ৮টি গ্রাম পঞ্চায়েতের ৮ টি দল নিয়ে নক আউট ভলিবল টুর্নামেন্টের আয়োজন করেন।প্রথম খেলায় কালিয়াগঞ্জ ব্লকের অনন্ত পুর গ্রাম পঞ্চায়েত মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েতকে পরাজিত করে।৪ দিন ব্যাপী খেলা হওয়ার পর ৩১ শে জানুয়ারি ভলিবল খেলার ফাইনাল পর্ব অনুষ্ঠিত হবে।আইসি বিচিত্র বিকাশ রায় বলেন,মূলত পুলিশের সাথে সাধারণ মানুষের আরও বেশি বেশি করে সংযোগ স্থাপন করে এই খেলার মূল উদ্দেশ্য।ভলিবল খেলার অনুষ্ঠানটি পরিচালনা করেন কালিয়াগঞ্জ থানার এস আই অতনু চক্রবর্তী।