জেলা পুলিশ সুপার শ্যাম সিং-এর উদ্যোগে রায়গঞ্জে অনুষ্ঠিত হল পথনাটক “পুলিশকে জানুন”
1 min readবর্তমানের কথা (রায়গঞ্জ) ঃ কলকাতার “কও কথা” নাট্যগোষ্ঠীর পরিচালনায় রায়গঞ্জে অনুষ্ঠিত হল পথনাটক “পুলিশকে জানুন”। জেলা পুলিশ সুপার শ্যাম সিং-এর উদ্যোগে পুলিশের প্রতি মানুষের ভীতি কমানোর অভিনব প্রয়াস উত্তর দিনাজপুর জেলা পুলিশের।পুলিশের পরিষেবা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতে রাজ্যের মধ্যে প্রথম জেলা পুলিশের এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন জেলাবাসী।পুলিশ ভীতির কারণ নয়, পুলিশ সমাজের বন্ধু। আমার আপনার সকলের মতোন সমান। সাধারণ মানুষের কাছে এই ধারণা তুলে ধরতেই উত্তর দিনাজপুর জেলা পুলিশ সুপার শ্যাম সিং-এর এই উদ্যোগ।
উত্তর দিনাজপুর জেলা পুলিশ সুপার শ্যাম সিং বলেন, পুলিশ সমাজের বন্ধু, পুলিশি পরিষেবা সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন করতেই এমন উদ্যোগ। আজ রায়গঞ্জ থানায় এই পথনাটিকার আয়োজন করা হয়েছিল। আগামীতে জেলার প্রতিটি থানায় হাটে-বাজারে এমন নাটক পরিবেশন করা হবে বলে জানান পুলিশ সুপার।