দিনের পর দিন বেরেই চলেছে টোটোর দৌরাত্ত্ব রায়গঞ্জে
1 min readতন্ময় দাস,রায়গঞ্জঃ বর্তমানের কথা: দিনের পর দিন বেরেই চলেছে টোটোর দৌরাত্ত্ব রায়গঞ্জে।রায়গঞ্জ শহরের ব্যাস্ত তম রাস্তা শিলিগুড়ি মোড় থেকে হাসপাতাল মোড় হয়ে কসবা মোড় পর্যন্ত। এই সমস্যায় নাজেহাল শহরবাসী।টোটো চালকের খামখেয়ালিতে শহরের ব্যাস্ততম রাস্তাগুলিতে যানজটের সৃস্টি হচ্ছে।ব্যাহত হচ্ছে অ্যাম্বুলেন্স পরিসেবা।রোগীর পরিবারের অভিযোগ,টোটোর এই দৌরাত্ত্বের কারনে সঠিক সময়ে রোগী নিয়ে পৌছতে পারছেন না মাননীয় মুখ্যমন্ত্রীর মমতা বন্দোপাধ্যায়ের অর্থানুকুল্লে নব নির্মিত রায়গঞ্জ সুপারস্পেশালিষ্ট হাসপাতালে। ফলে বহু রোগী চিকিৎসার অভাবে মারা যাচ্ছে মাঝ রাস্তায়।