November 13, 2024

আফগানিস্তানের রাজধানী কাবুলের মিলিটারি একাডেমিতে ভারী গোলাবর্ষণ

1 min read
কাবুল, ২৯শে জানুয়ারী  ঃ আফগানিস্তানের রাজধানী কাবুলের মিলিটারি একাডেমিতে ভারী গোলাবর্ষণ ও বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। সোমবার স্থানীয় সময় ভোর পাঁচটার দিকে দ্য মার্শাল ফাহিম ন্যাশনাল ডিফেন্স ইউনিভার্সিটিতে এ ঘটনা ঘটে বলে স্থানীয় সংবাদমাধ্যমে বরাতে খবর দিয়েছে বিবিসি।শনিবার কাবুলে বিস্ফোরক ভর্তি অ্যাম্বুলেন্স নিয়ে আত্মঘাতী হামলার রেশ কাটতে না কাটে এ হামলার ঘটনা ঘটল। জঙ্গিগোষ্ঠী তালেবানের ওই হামলায় ১০০ জন নিহত ও ১৫০ জন মানুষ আহত হন।সম্প্রতি ইসলামিক স্টেট ও তালেবানরা আফগানিস্তানে হামলা জোরদার করেছে। শনিবারের হওয়া এই হামলার  এক সপ্তাহ আগে কাবুলে আরেক হামলায় ২২ জন নিহত হন, যাদের মধ্যে বেশির ভাগই ছিলেন  বিদেশি। তালেবান দুটি হামলার দায়ই স্বীকার করেছে।তবে সোমবারের হামলার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি। হতাহতের সঠিক পরিসংখ্যানও পাওয়া সম্ভব হয়নি।প্রত্যক্ষদর্শী ও একাডেমিতে অবস্থানকারী সূত্রের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম তোলো বলছে, হামলার পর সেখান থেকে একের পর এক বিস্ফোরণের শব্দ আসছে। ধারণা করা হচ্ছে, অস্ত্রধারী জঙ্গিরা গুলি করতে করতে মিলিটারি একাডেমিতে ঢুকে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *