December 22, 2024

বাগানে আসতে চলেছেন নেপালের 'ওয়ান্ডার কিড'

1 min read

প্রীতম সাঁতরা : ময়দানে ফের চমক দিল বাগান। সোনির বদলি হিসাবে গঙ্গাপাড়ের ক্লাবে পেনের আগমন আসা একপ্রকার নিশ্চিত হয়েই গিয়েছিল। কিন্তু বাগানে যোগ দেওয়ার পথে বাধা হয়ে দাঁড়াল ভিসা সমস্যা। পরিবর্তে ক্লাবের অন্দরে পিয়েরে বোয়ার নাম ঘোরাফেরা করছিল বলে একাংশের মত। কিন্তু শেষমেশ সবাইকে চমকে দিয়ে দলে আসতে চলেছেন নেপালের অন্যতম প্রতিশ্রুতিবাণ তথা ‘ওয়ান্ডার কিড’ বিমল ঘারতি মগর। ২০ বছরের এই তরুন ইতিমধ্যে নজর কেড়েছে ফুটবল দুনিয়ায়। মাত্র চোদ্দ বছর বয়সে নেপালের জাতীয় দলের হয়ে অভিষেকও হয়েছে তাঁর। যা আন্তর্জাতিক ক্ষেত্রে একটি রেকর্ডও বটে। দেশের জার্সিতে তাঁর নামের পাসে রয়েছে ছ-ছটি গোল। বিমলের ক্লাব স্তরের কেরিয়ারও বেশ চোখে পড়ার মত। ইউরোপিয়ান এবং ডাচ লিগেও ইতিমধ্যে খেলে ফেলেছেন এই তরুণ তুর্কি। এমন এক জনের ক্লাবে আসার খবর জানতে পেয়ে খুশির হাওয়া সবুজ মেরুন সমর্থকদের মধ্যে। মোঘরাবি-ওয়াটসন-ডিকা-বিমল ঘারতি চুতুর্ভুজ কার্যকরী হলে, আই লিগে পাল তোলা নৌকা যে তরতড়িয়ে চলবে তা বলাই বাহুল্য। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *