November 13, 2024

ইসলামপুর কোর্ট ময়দানে শুরু হলো স্পোর্টস এসোসিয়েশন ইসলামপুর আয়োজিত নক আউট ক্রিকেট টুর্নামেন্ট

1 min read

রোনাক কুমার যাদব, (ইসলামপুর)ঃ  ইসলামপুর কোর্ট ময়দানে শুরু হলো স্পোর্টস এসোসিয়েশন ইসলামপুর আয়োজিত ডাঃ নারায়ণ কৃষ্ণ পাল মেমোরিয়াল চ্যাম্পিয়ন্স এন্ড প্রভাত চন্দ্র ভৌমিক মেমোরিয়াল রানার্স আপ নক আউট ক্রিকেট টুর্নামেন্ট।এদিন এই টুর্নামেন্ট যেন হয়ে দাঁড়ালো বিহার বাংলার খেলোয়াড়দের মিলনমেলা।টুর্নামেন্টের উদ্বোধন করেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান তথা বিধান সভার বিধায়ক কানাইলাল আগরওয়াল।উদ্বোধনী ম্যাচে অংশ নেয় বিহারের কাটিহার ফ্রেন্ডস ক্রিকেট একাডেমি  বনাম ডালখোলার স্পোর্টস ইউনাইটেড। সংস্থার সম্পাদক পঙ্কজ ঠাকুর জানান,আগামী ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই টুর্নামেন্টে।সেই দিনই ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।১৭ ফেব্রুয়ারি রয়েছে মহিলা ক্রিকেট ম্যাচ।এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি শংকর পাল,আহ্বায়ক দেবাশীষ দত্ত ও ভিকি দাস,জেলা পরিষদের সদস্য জাভেদ আখতার,ইসলামপুর মহকুমা প্রেস ক্লাবের সম্পাদক মেহেদী হেদায়েতুল্লা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *