ভুলে ভরা ওয়েবসাইট ঠিক করা উচিত অবিলম্বে সরকারের পশ্চিমবঙ্গ সরকারের পৌরবিষয়ক দপ্তরের ওয়েব সাইডে কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি অরুন দে সরকার উপ পৌরপতি কার্তিক চন্দ্র পাল
1 min readতন্ময় চক্রবর্তী (বর্তমানের কথা) : উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌরসভার উন্নয়ন যখন কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি কার্তিক চন্দ্র পাল নেতৃত্বে দ্রুত গতিতে হচ্ছে ঠিক তখন রাজ্যের পৌরবিষয়ক ওয়েব সাইটে অবাক করা মতো কান্ড একটি ঘটনা চোখে ধরা পড়লো।সেখানে দেখা গেল এখনও কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি আছেন প্রাক্তন পৌরপতি অরুন দে সরকার।আর কার্তিক চন্দ্র পাল আছে উপ পৌরপতি।দ্রুত গতির জামানায় যখন সমগ্র পৃথিবী এগিয়ে যাচ্ছে ঠিক তখন পশ্চিমবঙ্গ সরকারের পৌরবিষয়ক দপ্তরের ওয়েব সাইট এখন ও অবধি অপগ্রেটেশন না হওয়ায় সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে।রাজ্যের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যখন গ্রাম বাংলা থেকে পশ্চিম বঙ্গের শহরাঞ্চলে যখন উন্নয়নের জোয়ার বইছে ঠিক তখন ডিজিটাল যুগে পশ্চিম বঙ্গ পৌরবিষয়ক দপ্তরের ওয়েব সাইডে এখন ও অবধি ভুল করে কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি অরুন দে সরকারের নাম লিখে রাখায় এবং উপ পৌরপতি হিসেবে কার্তিক চন্দ্র পালের নাম থাকায় বেশ খানিকটা লজ্জার মুখে পড়তে হলো পশ্চিম বঙ্গ সরকার কে।