প্রদীপ সিনহা করনদীঘি ঃ– , অাট বছরের শিশুর মৃতদেহ উদ্ধার হলো মাটি খুঁড়ে ।করনদীঘি থানার ভোপলা গ্রামে ঘটনাটিতে তীব্র অালোড়ন ছড়িয়েছে ।এলাকাবাসী মৃতদেহ উদ্ধারের সংবাদ পেয়ে ভোপলা গ্রামে ভীড় জমান ।স্থানীয় সূত্রে জানা গেছে,করনদীঘি থানার ভোপলা গ্রামের বাসিন্দা কেয়ামত অালির কন্যা সেলিমা খাতুন গত ৫ ফেব্রুয়ারী বাড়ী থেকে নিখোঁজ হয়ে যায়।সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে পরিবারের লোকেরা করনদীঘি থানাতে নিখোঁজ অভিযোগ দায়ের করেন।রবিবার সকালে ভুট্টার জমিতে জল দিতে গিয়ে শিশুটির শরীরের অংশ বেরিয়ে থাকতে দেখেন কাজ করতে অাসা লোকেরা।তারা পুলিশকে খবরটি জানালে পুলিশ মাটির তলা থেকে সেলিমা খাতুনের মৃতদেহ উদ্ধার করে।রসাখোয়া ২ নম্বর অন্চল তৃনমূল যুব কংগ্রেস সভাপতি সামায়ুন অালি জানিয়েছেন,অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে।এই ঘটনার প্রতিবাদের ভাষা নেই।অাট বছরের শিশুকে খুন করে মাটিতে পুঁতে দেবার ঘটনার অবিলম্বে তদন্ত করতে হবে।খুনের ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।করনদীঘি থানা সূত্রে জানা গেছে,মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রায়গন্জে পাঠানো হয়েছে।