December 12, 2024

উত্তরের বিশিষ্ট কবি শ্যামল চৌধুরীর স্মরণ সভা অনুষ্ঠিত হলো দিনহাটায়

1 min read


শুভদীপ চক্রবর্তী (দিনহাটা)ঃ  উত্তরের বিশিষ্ট কবি  শ্যামল চৌধুরীর স্মরণ সভা অনুষ্ঠিত হলো দিনহাটায় ।শনিবার দিনহাটার  শতবর্ষ প্রাচীন  দিনহাটা হাইস্কুলে উত্তরের বিশিষ্ট কবি  শ্যামল চৌধুরীর স্মরন সভা অনুষ্ঠিত হয় । এদিন দিনহাটা পাওনিয়ার ক্লাবের উদ্যোগে এবং বিভিন্ন সংগঠনের সহযোগিতায় এদিনের এই স্মরন সভা শুরুর আগে প্রয়াত এই কবির  প্রতিকৃতিতে মাল্যদান করেন স্মরন সভায় উপস্থিত সমাজের বিভিন্ন স্তরের মানুষ । এদিনের স্মরন সভায় প্রয়াত কবির প্রতিকৃতিতে  মাল্যদানের পর স্মৃতি চারনা করেন প্রাবন্ধিক রাম অবতার শর্মা , উত্তর প্রসঙ্গের সম্পাদক প্রাবন্ধিক দেবব্রত চাকী ,দিনহাটা কলেজের  প্রাক্তন অধ্যাপক  অসিত চক্রবর্তী ,বিবর্তন সাহিত্য গোষ্ঠীর কর্নধার ডাঃ  উজ্জ্বল আচার্য   ,দিনহাটা বয়েজ রিক্রিয়েশন ক্লাবের সম্পাদক  গোকুল সরকার ,  মহকুমা ব্যবসায়ী সমিতির সম্পাদক  রানা গোস্বামী , সমাজকর্মী   বিশু ধর , পার্থনাথ সরকার , ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি শ্যামসুন্দর সোনী , ক্রীড়াবীদ চন্দন সেনগুপ্ত , দিনহাটা পাওনিয়ার ক্লাবের মনতোষ চক্রবর্তী , দিনহাটা হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ডঃ রতন অধিকারী ,রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত দুই শিক্ষক শ্যামল ধর, দিনহাটা নাগরিক মঞ্চর সম্পাদক জয়গোপাল ভৌমিক , দ্যুতি পত্রিকার সম্পাদক আজিজুল হক , কবি মানিক সাহা , উত্তরের বিশিষ্ট শিল্পী আব্দুল সামাদ , লোকপক্ষ পত্রিকার সঞ্জয় নাগ , শিক্ষক আমিনাল হক , নাট্য ব্যক্তিত্ব সিতাংশু মুস্তাফি ,  সন্তান দলের পক্ষে সঞ্জিত দাস , চিত্তরঞ্জন ঘোষ , বিনা মজুমদার থেকে শুরু করে  সমাজের বিভিন্ন স্তরের মানুষ ।উত্তরের বিশিষ্ট কবি শ্যামল চৌধুরীর প্রয়াণে দিনহাটা সহ গোটা জেলার সাহিত্য ও সাংস্কৃতিক মহলে শোকের ছায়া নেমে আসে । এদিন এই স্মরন সভায় সকলেই  উত্তরের এই শিল্পীর প্রয়াণে  গভীর  শোক জ্ঞাপন করেন । কবি শ্যামল চৌধুরীর মৃত্যুতে দিনহাটা সহ জেলা তথা গোটা উত্তরের  সাহিত্য সাংস্কৃতিক জগতে অপূরনীয় ক্ষতি  বলে তারা জানান । 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *