December 22, 2024

দিনহাটা কলেজের মহিলা খো খো দল রাজ্য স্তরীয় খো খো প্রতিযোগিতায় অংশ নিতে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলো

1 min read
শুভদীপ চক্রবর্তী (দিনহাটা)ঃ আন্ত জেলা খো খো প্রতিযোগিতায় চ্যাম্পিয়ান হয়ে রাজ্য স্তরীয় খো খো প্রতিযোগিতায় অংশ নিতে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলো  দিনহাটা কলেজের মহিলা  খো খো  দল । রবিবার  রাজ্য স্তরীয় এই প্রতিযোগিতায় অংশ নিতে  নিউ কোচবিহার স্টেশন থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেসে  কলকাতার উদ্দেশ্যে রওনা দেয় দিনহাটা কলেজ মহিলা খো খো দল  । জানা গিয়ে, রাজ্য সরকারের উচ্চ শিক্ষা  দপ্তরের উদ্যোগে  রাজ্য স্তরীয় খো খো প্রতিযোগিতায়  কলকাতার সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে আগামী ১৩ ফেব্রুয়ারী বীরভুম জেলা দলের সাথে দিনহাটা কলেজের মহিলা খো খো দল  প্রতিদ্বন্দ্বিতা করবে ।  কয়েক দিন  কোচবিহারের তুফানগঞ্জে  রাজ্য   সরকারের উচ্চ শিক্ষা দপ্তরের উদ্যোগে আন্ত জেলা খো খো প্রতিযোগিতায় অনুষ্ঠিত হয় ।এই প্রতিযোগিতায় দিনহাটা কলেজের  মহিলা খো খো দল  জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে রাজ্য  পর্যায়ে খেলার সুযোগ পায় এই দল   । তনু বর্মণ , মমতা বর্মণ , বিথী খাতুন , রেজিনা পারভিন , সাহানাজ পারভীন , পিঙ্কি বর্মণ , মনীষা বর্মণ , সুচিত্রা বর্মণ , পূর্ণিমা রায় , রত্না রায় , সঞ্চিতা রায় ও সোনামনি বর্মণ কোচবিহার জেলার পাশাপাশি  দিনহাটা কলেজ মহিলা দলের হয়ে প্রতিনিধিত্ব করবে বলে  দলের  ম্যানেজার সুদীপ্ত ঘোষ জানান। রাজ্য স্তরীয় খো খো  প্রতিযোগিতায় অংশ নিতে যাওয়ার আগে দিনহাটা কলেজ মহিলা দলের  ম্যানেজার সুদীপ্ত ঘোষ বলেন,  রাজ্য সরকারের উচ্চ শিক্ষা  দপ্তরের উদ্যোগে  রাজ্য স্তরীয় খো খো প্রতিযোগিতায়  কলকাতার সল্টলেকের যুব ভারতী ক্রীড়াঙ্গনে আগামী ১৩ ফেব্রুয়ারী বীরভুম জেলা দলের সাথে দিনহাটা কলেজের মহিলা খো খো দল  প্রতিদ্বন্দ্বিতা করবে বলে তিনি জানান । রাজ্য সরকারের উচ্চ শিক্ষা দপ্তরের উদ্যোগে কলকাতায় অনুষ্ঠিত হতে যাওয়া রাজ্য স্তরীয়  খো খো প্রতিযোগিতায় দিনহাটা কলেজ মহিলা দল রাজ্য চ্যাম্পিয়ান হবে বলে আশা প্রকাশ করেন দিনহাটা কলেজের অধ্যক্ষ ডঃ সাধন কর সহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *