December 22, 2024

উত্তর দিনাজপুর জেলার চোপড়ার তৃণমূলের বুথ কমিটির সভাপতির উপর হামলা

1 min read

বর্তমানের কথা ঃতৃণমূলের বুথ কমিটির সভাপতির উপর হামলা চালালো দুষ্কৃতীরা আজ সন্ধ্যায় উত্তর দিনাজপুর জেলার চোপড়ার মন্ডলপাড়ার । এলোপাথাড়ি বোমা ও গুলি   ছোড়া হয় তাঁকে। প্রথমে আশঙ্কাজনক অবস্থায়  দলুয়া স্বাস্থ্যকেন্দ্রে তাঁকে নিয়ে যাওয়া হলে পড়ে  উত্তরবঙ্গ মেডিকাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মহম্মদ ফারাজ গুরুতর আহত ওই নেতার নাম ।জানা যায় নিজের বাড়ি ফিরছিলেন ওই নেতা  আজ  সন্ধ্যায় চোপড়ার মিশন থেকে চৌধুরীগছ এলাকা থেকে  সেই সময়  কয়েকজন দুষ্কৃতী আচমকা পথ আটকে তাঁকে মারধর শুরু করে। এরপরেই চার রাউন্ড গুলি ও বোমা ছুড়ে মহম্মদ ফারাজকে লক্ষ্য করে  চম্পট দেয় দুষ্কৃতীরা।সূত্রের খবর, বোমা ও গুলির আঘাতে গুরুতর জখম হয়েছে  তিনি।  ঘটনাস্থলে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা দলুয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে উত্তরবঙ্গ মেডিকাল কলেজ হাসপাতালে তাঁকে স্থানান্তরিত করা হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।  ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওই এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *