October 4, 2024

পরীক্ষার্থীদের পথ সুরক্ষার দাবী,উত্তর দিনাজপুর জেলার পুলিশ সুপারকে স্মারকলিপি ছাত্র পরিষদের

1 min read

বর্তমানের কথা ঃ শহর সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ ও রায়গঞ্জ শহরের বিভিন্ন সড়ক   পথচারী মানুষের জন্য উপযুক্ত করে তোলার দাবীতে স্মারকলিপি জমা দিল কংগ্রেসের ছাত্র সংগঠন উত্তর দিনাজপুর জেলা ছাত্র পরিষদ উত্তর দিনাজপুর জেলা পুলিশ সুপারের কাছে  ।বৃহস্পতিবার কর্ণজোড়ায় পুলিশ সুপারের দফতরে যান ছাত্র পরিষদের জেলা নেতৃত্ব। তাঁদের দাবী   আগামী ১২ মার্চ থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা ও ২৭ মার্চ থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এই সময়ে উত্তর দিনাজপুর জেলার পরীক্ষার্থীদের সুরক্ষার স্বার্থে সমস্ত পরীক্ষা কেন্দ্রের সামনে পর্যাপ্ত পরিমাণ পুলিশ নিয়োগ করে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে হবে।এছাড়াও  বিভিন্ন স্কুল গুলির প্রবেশ পথে ও সংযোগস্থলে যান চলাচল নিয়ন্ত্রণ করার দাবী জানান হয় সংগঠনের পক্ষ থেকে। এছাড়াও শিলিগুড়ি মোড় থেকে কসবা মোড় পর্যন্ত   ফুটপাথ না থাকার কারণে পথচারীদের দুর্ঘটনার কবলে পড়ার আশঙ্কা  করে পুলিশ ও প্রশাসনের কাছে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের দাবীও জানানো হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *