October 30, 2024

মায়ের আঁচলে রাত

1 min read
মায়ের আঁচলে রাত
দেবজ্যোতি কাজল
( বাবার স্মরণে )

এই জানুয়ারীতে মা
তাঁর আঁচলে বেঁধেছিল রাত ।
দীর্ঘ সে রাত আঁচলকে করেছে স্থবির ,
এখন আরও..আরও গভীর স্থবিরে
একটা মিহি প্রান মিশে যায় 
নিহত নক্ষত্রের দলে ।

আকাশ বাড়িয়ে দেয় হাত
মায়ের আঁচল থেকে রাতের গন্ধ নিবে বলে

তাই , ভোরের সৌরমণ্ডলে –
উঠেনি আর কখনো অদৃষ্টের আবীর
আসেনি আর কখনো অলকগুচ্ছ দুপুর ।

এখন, এই বিকেলে আর রাত্রে
মায়ের শরীর সাদা জ্যোৎস্নায় ছোঁয়
জীর্ণ কাধ আঁচলের ভারে ঠাসাঠাসি
নুয়ে পড়ে নির্বেদ আর সান্ত্বনার ফসিল ।

এই জানুয়ারী
এখনও দাঁড়িয়ে স্মরণ পথিকবর
কুলিকের পাড় ধরে হেঁটে চলে
মায়ের বুক বরাবর বিষ-স্মৃতি ছড়িয়ে ।

আমি যাকে নদীর-পাড় বলি
আসলে সে-নদীর-পাড় ছিল বাবার সমাধি

আমি যাকে জলের-শব্দ বলি
আসলে সে-শব্দ ছিল দুঃখ-স্রোতের আর্তনাদ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *