November 14, 2024

কালিয়াগঞ্জ ত্রিধারা ক্লাবে ২৫ লক্ষ টাকা ব্যয় এবারের থিম আইফেল টাওয়ারের সাথে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন

1 min read

কালিয়াগঞ্জ ত্রিধারা ক্লাবে ২৫ লক্ষ টাকা ব্যয় এবারের থিম আইফেল টাওয়ারের সাথে শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ২৯ অক্টোবর:দুর্গাপুজোর মত কালীপুজোতেও ও থিমের লড়াই। কলকাতার মতো উত্তর দিনাজপুর জেলাতেও থাকছে থিম ও আলোকসজ্জার প্রতিমার অভিনবত্ব লড়াই। এবছর উত্তর দিনাজপুর কালিয়াগঞ্জের ত্রীধারা সংঘের পুজোর বিশেষ থিম আইফেল টাওয়ার। শুধু আইফেল টাওয়ারই নয়, পৌরাণিক কাল্পনিক কাহিনীর সম্ভারও তুলে ধরা হবে এই পুজো মণ্ডপে। জানা যায় এবারেই পুজো মন্ডপের বাজেট প্রায় পঁচিশ লক্ষ টাকা। পুজো কমিটির প্রেসিডেন্ট গৌরাঙ্গ রায় জানান, এ পুজোয় এবার আধুনিকতার সঙ্গে পৌরাণিকতার ছোঁয়া দেখতে পাবে দর্শকরা। একদিকে যেমন দর্শকরা এ পুজো মন্ডপে এলে প্যারিসের আইফেল টাওয়ার দেখতে পাবে।

তেমনি অপরদিকে মহাভারতের কুরু পাণ্ডবের যুদ্ধের কিছু অংশ তুলে ধরা হবে। পুজো মন্ডপের ভিতরে প্রবেশ করলে দশকরা দেখতে পাবেন শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন । এবারেই পূজো ৪৯ তম বর্ষে পদার্পন করছে। প্রতিবারই এই পুজোতে নতুন অভিনবত্ব কিছু থাকে। প্রতিমাতেও মায়ের রূপকে এক বিশেষ রূপে ফুটিয়ে তোলা হবে। এছাড়াও পূজোর কয়েকদিন এখানে প্রতিযোগিতামূলক নানান অনুষ্ঠান থাকবে। বহিরাগত শিল্পীদের দিয়ে নানান ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সবমিলিয়ে জমজমাট উত্তর দিনাজপুর জেলার ত্রীধারা সংঘের পুজো এবার যে দর্শকদের বিশেষ উপহার দিতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না। কয়েকদিন বৃষ্টি থাকার কারণে পূজা মন্ডপ গুলির সাজ সজ্জায় অনেকটাই পিছিয়ে গেছে। তাই গত পরশু থেকে পুনরায় কালিয়াগঞ্জ শহরের বিভিন্ন পূজা প্যান্ডেলে চলছে জোর তৎপরতার সাথে থিমশয্যার কাজ।কালিয়াগঞ্জ ত্রিধারা ক্লাবের শ্যামা মায়ের পূজা উত্তর দিনাজপুর জেলার মধ্যে থিমের পূজা হিসাবে প্রতি বছর হাজার হাজার মানুষের হৃদয় জয় করে থাকে। এ বারেও কালিয়াগঞ্জ হাসপাতাল পাড়া ত্রিধারায় ক্লাব তাদের থিম পূজার আকর্ষণে মানুষের হৃদয় কেড়ে নেবে তা বলার অপেক্ষা রাখে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *