বীরভূম : নিয়ন্ত্রন হারিয়ে ট্রাক্টর ধাক্কা মারলো বিদ্যুতের খুটিতে। ঘটনায় আহত ট্রাক্টর চালক সহ দুই শ্রমিক। তারা সাঁইথিয়া গ্রামীন হাসপাতালে চিকিৎসাধীন । সাঁইথিয়া – মহম্মদ বাজার রাস্তার উপর বাগডোলা কোল্ডষ্টোরেজের কাছের ঘটনা। ঘটনার জেরে বিদ্যুতের খুটি ভেঙে বিদ্যুতের তার ছিঁড়ে এলাকায় বিদ্যুৎ বিপর্যয় ।