কালিয়াগঞ্জের কাঁকড়া মোড়ের নার্সারিতে উদ্যানপালন বিভাগের উদ্যগে একদিনের ফুল ও ফল চাষের প্রশিক্ষণ
1 min read–
তপন চক্রবর্তী-উত্তরদিনাজপুর- উত্তরদিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ভান্ডার অঞ্চলের কাঁকড়া মোড়ের এক নার্সারিতে উদ্দ্যানপালন বিভাগের উদ্যগে 80জন স্বয়ম্ভর গোষ্ঠীর মহিলারা ফুল ও ফলের চাষের একদিনের প্রশিক্ষণ নিল শুক্রবার।একদিনের এই প্রশিক্ষণে ফুল ও ফল চাষ থেকে কিকরে বাড়তি পয়সা আয় করা যেতে পারে তার পথ হাতে কলমে দেখিয়ে দেওয়া হয়।
কালিয়াগঞ্জ ব্লকের নার্সারি বিশেষজ্ঞ তাঁরা প্রসাদ অংশগ্রহণকারী মহিলাদের বিভিন্ন ফুলের গাছ কিভাবে কোন সময় অল্প জমিতে লাগিয়ে দুটি পয়সা রোজগার করা যেতে পারে সে বিষয়ে বক্তব্য রাখার সাথে সাথে হাতে কলমে ও বুঝিয়ে দেন।অংশগ্রহণকারী মহিলাদের ফুল ও ফল চাষের বিভিন্ন দিক নিয়ে বিজ্ঞান ভিত্তিক আলোচনা করেন জেলা কৃষি দপ্তরের আধিকারিক সঞ্জীব সরকার।উপস্থিত মহিলারা জানান তারা আজকের এই প্রশিক্ষণ থেকে প্রাথমিক একটা ধারণা তারা পেলেন।তবে এই প্রশিক্ষণ যদি তাদের জন্য 7 দিন করা যায় তাহলে ভালো হয় বলে জানান।