October 7, 2024

কালিয়াগঞ্জ প্রেস ক্লাবে প্রতিবন্ধী সম্মিলনি সমিতির পক্ষ থেকে সাংবাদিক সম্মেলন

1 min read



তপন চক্রবর্তী–উত্তরদিনাজপুর-শুক্রুবার দুপুরে কালিয়াগঞ্জ প্রেস ক্লাবে পশ্চিমবঙ্গ প্রতিবন্ধী সম্মিলনীর সদস্যরা একটি সাংবাদিক সম্মেলনে বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বেলপাহারির এক জনসভায় প্রতিবন্ধীদের প্রতিবন্ধী না বলে তাদেরকে তিনি তার পরিবর্তে তাচ্ছিল্য  ভাবে   পঙ্গু শব্দটি ব্যবহার নাকি করেছেন। যা প্রতিবন্ধীদের সম্মানে আঘাত লেগেছে বলেই তারা মনে করেন ।সাংবাদিক সম্মেলনে জানান প্রতিবন্ধী সম্মিলনী সমিতির উত্তরদিনাজপুর জেলার  জেলা সম্পাদক উত্তম গুহ। উত্তম গুহ বলেন আমরা প্রতিবন্ধীরা  আমাদের সম্পর্কে মুখ্য মন্ত্রীর এই ধরনের ভাষা ব্যবহারের তীব্র প্রতিবাদ জানাই। তিনি বলেন তদের সংগঠন আগামী কয়েকদিনের মধ্যে জেলা শাসকের কাছে এই নিয়ে একটি স্মারকলিপি দেবেন বলেও জানান। সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা  সভাপতি রাম সাহা ও কালিয়াগঞ্জ ব্লক সম্পাদক আব্দুল রশিদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *