December 7, 2024

ভোটের দামামায় মিলেমিশে একাকার ত্রিপুরা-কেরালা

1 min read
প্রীতম সাঁতরা : দোরগোড়ায় ত্রিপুরা নির্বাচন। আর এই নির্বাচনকে কেন্দ্র করে মিলেমিশে একাকার হয়ে গেল ত্রিপুরা এবং কেরালা। প্রতিবারের মত এবারের নির্বাচনের আগেও বেশ আত্মবিশ্বাসী মানিক সরকার। নির্বাচনী প্রচার চালাচ্ছেন নিজের মত করেই। তবে বিরোধী হিসাবে তাঁর সরকারকে বেশ বেগ দিচ্ছে বিজেপি। সম্প্রতি ত্রিপুরায় নিজেদের শক্তি বৃদ্ধি করতে একাধিক জন সভা করেছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। এদিকে ভারতে বাম দুর্গ বলতে কেবলমাত্র বেঁচে রয়েছে ত্রিপুরা ও কেরল। তাই নিজেদের শেষ সম্বলটুকু রক্ষা করতে বাম নেতৃত্বের মধ্যে দেখা দিচ্ছে এককাট্টা হওয়ার মনোভাব। ত্রিপুরায় মানিক সরকারের গদি রক্ষার্থে স্যোশাল মিডিয়ায় বাংলায় প্রচার বার্তা দিলেন কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।
ফেসবুকে একটি পোস্টে বিজয়ন লিখেছেন, ‘আমি প্রত্যয়ী যে ত্রিপুরার নির্বাচকমণ্ডলী আসন্ন বিধানসভা নির্বাচনে আরও একবার বিপুল সংখ্যাগরিষ্ঠতার সঙ্গে বামফ্রন্টকে নির্বাচিত করবেন। জাতিগোষ্ঠীগত বিভিন্নতার এক অঞ্চলে ত্রিপুরা ধর্মনির্বিশেষে, জাতি ও উপজাতি জনগণের শান্তি, ঐক্য, সম্প্রীতি ও প্রতীক। এটা সম্ভব হয়েছে কমরেড মানিক সরকারের নেতৃত্বে বামফ্রন্ট সরকারের গৃহীত নীতির জন্যই, যার ফলে সমস্ত ক্ষেত্রে রাজ্যের অগ্রগতি হয়েছে। ত্রিপুরা দেখছে বিজেপির গড়া এক অশুভ জোটকে। আমরা আসন্ন নির্বাচনে ত্রিপুরার বামফ্রন্ট প্রার্থীদের এবং ত্রিপুরার জনগণের সার্বিক সাফল্য কামনা করি।’   

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *