বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে দিয়ে তিন দিন ব্যাপী মহিলাদের ঢাকের বাজনার তালে তালে হরিহরপুর লোকনাথ আশ্রমের মহামিলন উৎসবের সূচনা
1 min readবর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে দিয়ে তিন দিন ব্যাপী মহিলাদের ঢাকের বাজনার তালে তালে হরিহরপুর লোকনাথ আশ্রমের মহামিলন উৎসবের সূচনা
তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ২৭ডিসেম্বর:বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বৃহস্পতিবার সূচনা হল কালিয়াগঞ্জের হরিহরপুর শ্রীশ্রী লোকনাথ সেবাশ্রমের বাৎসরিক মহামিলন উৎসব। প্রতিবছর ২৭-২৯ ডিসেম্বর লোকনাথ বন্দনা এবং ড প্রতিযোগিতামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এই মহামিলন উৎসব ঘিরে। হরিহরপুর লোকনাথ সেবাশ্রমের সম্পাদক স্বপন সরকার এবং সভাপতি প্রদীপ কুন্ডুর নেতৃত্বে এই বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নিয়েছিলেন কুনোর ভারত সেবাশ্রমের অধ্যক্ষ স্বামী জ্যোতির্ময়ানন্দ মহারাজ,
নসিরহাট বিশ্বদেব মঠের স্বামী শিবাত্মানন্দ মহারাজ, পঞ্চায়েত সমিতির সভাপতি হীরন্ময় সরকার, পুরপ্রধান রামনিবাস সাহা, জেলাপরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ নিতাই বৈশ্য সহ বিশিষ্ট জনেরা।বৃহস্পতিবার সকালে কলকাতার মহিলা ঢাকির বোলের মধ্য দিয়ে নগর পরিক্রমার মাধ্যমে অভিষেক বারি আনায়ণের পর বাবা লোকনাথের মহাপুজো এবং দুপুরে বিশ্বশান্তি যজ্ঞ হয়। বিকালে লোকনাথ মহিমা কীর্তন এবং সন্ধ্যায় ধর্মীয় ভক্তিগীতির সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিল। শুক্রবার ও শনিবার দুইদিন ব্যাপী বিভিন্ন ধরণের প্রতিযোগিতা মূলক অনুষ্ঠান এবং শনিবার মহাপ্রসাদ বিতরণের পড়ে প্রতিযোগিতা মূলক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ এবং বাংলার বিখ্যাত লোকগীন সংগীত শিল্পী সমরেশ পালের সংগীতের মধ্য দিয়ে এবছরের অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে।