January 16, 2025

কালিয়াগঞ্জ থানার পক্ষ থেকে সেভ ড্রাইভ সেভ লাইফের উপর একটি সচেতনতা মূলক মিছিল আয়োজন করা হয়

বর্তমান কথা  শনিবার দুপুরে উত্তরদিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার পক্ষ থেকে সেভ ড্রাইভ সেভ লাইফের উপর একটি সচেতনতা মূলক মিছিল আয়োজন করা হয়।

 এদিন দুপুরে কালিয়াগঞ্জ থানার থেকে ফ্লাক ফেস্টুন নিয়ে কয়েক শাতাধিক সিভিক ভলেন্টিয়ারদের সাথে নিয়ে থানার আইসি বিচিত্র বিকাশ রায়, টাউন বাবু অতুনু চক্রবর্তী ও ট্রাফিক অফিসার প্রতাম মিশ্র রায়গ্ণগজ-বালুঘাট রাজ্য সড়কদিয়ে এই মিছিল শহরের অপর প্রান কেন্দ্র বিবেকান্দো মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে পথ চলতি মানুষদের সেভ ড্রাইভ সেভ লাইফ উপরে সচেতন করা হয়।

 কালিয়াগঞ্জ থানার  আইসি বিচিত্র বিকাশ রায় জানান, জেলা পুলিশ সুপার শ্যাম সিংয়ের নির্দেশে সেভ ড্রাইভ সেভ লাইফের সম্পর্কে  পথ চলতি সাধারন মানুষদের সচেতন করতে এই মিছিল আয়োজন করা হয়।

0 thoughts on “কালিয়াগঞ্জ থানার পক্ষ থেকে সেভ ড্রাইভ সেভ লাইফের উপর একটি সচেতনতা মূলক মিছিল আয়োজন করা হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *