December 22, 2024

নির্মল কালিয়াগঞ্জ গড়ে তুলতে বদ্ধ পরিকর কালিয়াগঞ্জ পৌরসভা

1 min read

Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home2/tektechx/bartamanerkatha.in/wp-content/themes/newsphere/inc/hooks/hook-single-header.php on line 67
           তুমি  নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে,

                                               কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি কার্তিক পাল.

তন্ময় চক্রবর্তী ও জয়ন্ত বোস , বর্তমানের কথা “ তুমি  নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়ে,  তব পুণ্য কিরণ দিয়ে যাক মোর মোহ কালিমা ঘুচায়ে…” রজনীকান্তের গানের কলিতে উদ্ভাসিত হয়ে এবং পঃবঙ্গ সরকারের “মিশন নির্মল বাংলা” প্রকল্পে অনুপ্রাণিত হয়ে আগামী দিনে কালিয়াগঞ্জ পৌর অঞ্চল কে মিশন  নির্মল বাংলা প্রকল্পের মাধ্যেমে অতীব সুন্দর। পরিষ্কার পরিচ্ছন্ন পৌর শহর গড়ে তুলতে কালিয়াগঞ্জ পৌরসভা বদ্ধপরিকর। বর্তমানের পৌর অঞ্চলের  অপরিচ্ছন্নতার কালিমা ঘোচাতে পূর্ণ কিরণ বিচ্ছুরণ করে চলেছেন কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি কার্তিক পাল… পৌরপতি কার্তিক পালের নেতৃত্বে উন্নয়নের চিন্তা ভাবনার  কিরণে আগামীদিনে বিভিন্ন উন্নয়নমূলক কাজের মধ্যে  নির্মল কালিয়াগঞ্জ গড়ে উঠতে চলেছে । এই লক্ষ্যে  দ্রুত কাজ করছে কালিয়াগঞ্জ পৌরসভা শহরের অলিগলি , রাস্তাঘাট পরিস্কার পরিচ্ছন্ন করে তুলে, এক সাক্ষাৎকারে একথা জানালেন কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি কাতিক চন্দ্র পাল,তিনি বলেন কালিয়াগঞ্জ পৌরসভার কাজে  দ্রুত কালিয়াগঞ্জ শহরকে  নির্মল শহরে গড়ে তুলা হবে । 

আর তার লক্ষে এগিয়ে যাচ্ছে কালিয়াগঞ্জ পৌরসভা.পৌরপতি আরো  বলেন, এই জন্য প্রতিটি ওয়ার্ডে  ওয়ার্ডে  পৌরসভার সাফাই কর্মীরা  দিন রাত পরিশ্রম করে চলছেন .তিনি বলেন কালিয়াগঞ্জে প্রতিটি ওয়ার্ডের বাড়িতে  বাড়িতে যেমন শৌচাগার  নির্মাণের কাজ শুরু করা হয়েছে তেমনই রাজ্য  সরকারের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে যাতে মিশন নির্মল  বাংলার মাধ্যেমে আবর্জনা  ফেলার জন্য আরো ভ্যান এর ব্যাবস্থা করা যায়। তার আশা এই ব্যবস্থা আগামী  দিনে করতে পারবে কালিয়াগঞ্জ পৌরসভা।

কালিয়াগঞ্জ পৌরসভা
 পৌরপতি কার্তিক  পাল বলেন শহরের বিভিন্ন জায়গায় যাতে জনসাধারনের জন্য সুলভ  শৌচালয় করা যায় তার জন্য পৌরসভা আন্তরিক ভাবে সচেষ্ট হচ্ছে. পৌরপতি আরো বলেন কালিয়াগঞ্জ শহর কে পরিস্কার পরিচ্ছন্ন করতে তাদের সাফাই কর্মীরা আরো দ্রুততার সাথে করতে পারে তার জন্য একদিকে যেমন দৈনন্দিন  শ্রমিকের সংখ্যা ও গাড়ির সংখ্যা বাড়ানো যায়  তারও ব্যবস্থা নেওয়া হচ্ছে. ৩০ বছরের বিভিন্ন রকমের অনুন্নয়নের  কালিমা ঘুচিয়ে পৌরপতি কার্তিক পালের উন্নয়নের চিন্তা ভাবনার উজ্জ্বল কিরণে নির্মল কালিয়াগঞ্জ গড়ে উঠতে চলেছে .

.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *