ডাইনি অপবাদ দিয়ে এক আদিবাসী দম্পতিকে হত্যা করার অভিযোগ
1 min readবর্তমান কথা ডাইনি অপবাদ দিয়ে এক আদিবাসী দম্পতিকে হত্যা করার অভিযোগ উঠেছে গ্রামবাসীদের বিরুদ্ধে।প্রাণ বাঁচাতে তাই রায়গঞ্জ থানায় হাজির আদিবাসী দম্পতি। এই ঘটনা রায়গঞ্জ থানার গয়েসপুর গ্রামের । দীর্ঘদিন অসুস্থ থাকার পর ঢাকো মুর্মু নামে এক আদিবাসী যুবকের মৃতু্যর পর তার সম্পর্কে কাকা ও কাকিমাকে ডাইনি অপবাদ দেওয়া শুরু করে গ্রামেরই কিছু বাসিন্দা।এরপর ডাইনি অপবাদ দেওয়ায় আতঙ্কিত হয়ে ওঠে আদিবাসী দম্পতি। এর পর আজ রায়গঞ্জ থানায় হাজির হন। ওই দম্পতিকে নিরাপত্তার আশ্বাস দেয় রায়গঞ্জ থানার পুলিশ। অভিযোগ উঠেছে তালু মার্ডি, পাগলা মুর্মু সহ কয়েকজন আদিবাসী যুবক তাদের খুন করার হুমকি দেয়।রায়গঞ্জ থানার আইসি সুমন্ত বিশ্বাস আদিবাসী দম্পতিকে নিরাপত্তার আশ্বাস দেওয়ায় স্বস্তির নিশ্বাস ফেলেছে তারা।খুনের হুমকিতে আতঙ্কিত হয়ে পড়ে শিরুয়া মার্ডি ও তার স্বামী। শিরুয়া মার্ডি জানান, আগামী মঙ্গলবার মাহাত ডেকে তাদের সাজা দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছিল। সে কারণেই তারা আতঙ্কিত হয়ে রায়গঞ্জ থানায় ছুটে আসে।