December 21, 2024

শিশু মৃত্যুর ঘটনায় বেসরকারি নার্সিংহোমে ব্যাপক ভাঙচুর রায়গঞ্জে

1 min read

Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home2/tektechx/bartamanerkatha.in/wp-content/themes/newsphere/inc/hooks/hook-single-header.php on line 67
বর্তমান কথা শিশু মৃত্যুর ঘটনায় বেসরকারি নার্সিংহোমে ব্যাপক ভাঙচুর রায়গঞ্জে। পরিস্থিতি সামাল দিতে পুলিশের লাঠিচার্জহাতাহাতি, উত্তেজনা।   অভিযোগ শুক্রবার হরিরামপুর থানা এলাকার সুরহরের বাসিন্দা ১০ মাস বয়েসের রাহুল বর্মন পায়ের হাড়ের চিকিৎসা করাতে ওই নার্সিংহোমে ভরতি হয়।অভিযোগ শুক্রবার রাহুলের পায়ের বেঁকে থাকার সমস্যা ঠিক করতে পায়ের প্লাস্টার কাটাতে তাকে নার্সিংহোমে ভরতি করে তার আত্মীয়রা। প্লাস্টার কাটার পর ফের ওই পায়েই দ্বিতীয়বার অপারেশনের সিদ্ধান্ত নেন চিকিৎসক। অভিযোগ ওই অপারেশনের পর আর জ্ঞান ফেরেনি ওই শিশুর। খবর পেয়ে ক্ষোভে ফেটে পড়ে শিশুর আত্মীয়রা। নার্সিংহোমে ব্যাপক ভাঙচুর চালায় ওই শিশুর আত্নীয়রা। উত্তেজনা ছড়ায় এলাকায়, শুরু হয় ব্যপক হাতাহাতি। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে রায়গঞ্জ থানার আই সি সুমন্ত বিশ্বাস সহ বিরাট পুলিশ বাহিনী। পরিস্থিতি সামালদিতে লাঠিচার্জ করে পুলিশ। ঘটনাস্থলে রয়েছে ব্যপক উত্তেজনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *