দেশের মধ্যে ৯৩ তম পাসপোর্ট সেবা কেন্দ্র চালু হল আজ
1 min readবর্তমান কথা দেশের মধ্যে ৯৩ তম পাসপোর্ট সেবা কেন্দ্র চালু হল আজ। সেই সেবা কেন্দ্রের আনুষ্ঠানিক সূচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী সুরিন্দর সিং আলুওয়ালিয়া। উপস্থিত ছিলেন মেয়র তথা বিধায়ক অশোক ভট্টাচার্য, সভাধিপতি তাপস সরকার, বিধায়ক শংকর মালার সহ অন্যান্যরা। পাসপোর্ট সেবাকেন্দ্রের সূচনায় হাজির হয়ে আপ্লুত ডান বাম সব রাজনৈতিক দলের বিধায়কেরা সহ অন্যান্য জনপ্রতিনিধিরা। সকলেই একবাক্যে বলে ওঠেন এটা নজির সৃষ্টি হল। এতদিন শিলিগুড়ি জুড়ে বঞ্চিত হয়ে আসছিল বিরোধীরা। তবে কেন্দ্রের শাসকদল বিরোধীদের যোগ্য মর্যাদা দিলেন বলেই দাবী অশোক ভট্টাচার্য থেকে শুরু করে শংকর মালাকারের। এদিকে পাসপোর্ট সেবা কেন্দ্রের সূচনা লগ্নে কেন্দ্রীয় মন্ত্রীকে হাতের সামনে পেয়ে মান অভিমানের কথা জানান। একইসাথে এলাকার উন্নয়নের স্বার্থে বেশ কিছু উন্নয়ন মূলক কাজের জন্য আবদারও জানান। প্রকাশ্যে মঞ্চে মেয়র বলেন, শহরে কোন উন্নয়ন নেই। যা কাজ হয়েছে তা বাম শাসনকালে। ইদানিংকালে কোন উন্নয়ন মূলক কর্মসূচীতে নাম নথিভুক্ত হয় নি শিলিগুড়ির। শহরে কোন কর্মসংস্থান নেই। যুবকেরা শহর ছেড়ে চলে যাচ্ছে। এটা খুবই দু:খজনক। আমরা চাই কেন্দ্র দেখুক। সামনেই মন্ত্রী আছে তাই বললাম। যদিও রাজ্যর হস্তক্ষেপ ছাড়া কিছু করতে পারবে না জানি।