চান্দল ওয়েস্ট নেতাজী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে দিবারাত্রি ভলিবল-
1 min readতপন চক্রবর্তী-উত্তরদিনাজপুর–,উত্তরদিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের চান্দল রেগুলেটেটড ময়দানে মঙ্গলবার অনুষ্ঠিত হল একদিনের দিবারাত্রি ভলিবল প্রতিযোগিতা ।চান্দল ওয়েস্ট নেতাজী স্পোর্টিং ক্লাবের সম্পাদক জয়ন্ত দেবশর্মা জানান প্রতি বছরের মত এবারেও তাদের ক্লাব একদিনের দিবারাত্রি ভলিবল প্রতি যোগীতার আয়োজন করেছে।এই প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা দল মিলে মোট আটটি দল অংশগ্রহন করে।জয়ন্ত বাবু বলেন এই ভলিবল খেলায় কলকাতা,মালদা,গঙ্গারামপুর, ভিখাহার ,শাসন,ও সমাসপুর থেকে যেমন ভলিবল দল অংশ গ্রহন করেছে তেমনি গঙ্গারামপুর ও বংশী হারি থেকে আসা দুটি মহিলা ভলিবল দল অংশগ্রহন করে। চান্দল ওয়েস্ট নেতাজী স্পোর্টিং ক্লাবের সম্পাদক জয়ন্ত দেবশর্মা জানান প্রতি বছরের মত এবারেও তাদের ক্লাব একদিনের দিবারাত্রি ভলিবল প্রতি যোগীতার আয়োজন করেছে।এই প্রতিযোগিতায় পুরুষ ও মহিলা দল মিলে মোট আটটি দল অংশগ্রহন করে।জয়ন্ত বাবু বলেন এই ভলিবল খেলায় কলকাতা,মালদা,গঙ্গারামপুর, ভিখাহার ,শাসন,ও সমাসপুর থেকে যেমন ভলিবল দল অংশ গ্রহন করেছে তেমনি গঙ্গারামপুর ও বংশী হারি থেকে আসা দুটি মহিলা ভলিবল দল অংশগ্রহণ করে।দিবারাত্রি একদিনের এই ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশিষ্ট সমাজ সেবী ধধিমোহন দেবশর্মা।উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী স্বপ ন কুমার সরকার,জয়ন্ত সাহা,প্রধান শিক্ষক প্রসূন দাস।ক্লাব সম্পাদক জয়ন্ত দেবশর্মা বলেন তাদের এই ভলিবল খেলায় বিজয়ী চ্যাম্পিয়ন দলকে সাত হাজার ও রানার্স দলকে পাঁচ হাজার টাকা করে প্রাইজ মানি দেবার ব্যবস্থা করা হয়েছে।গ্রামের মধ্যে অনুষ্ঠিত দিবারাত্রি ভলিবল খেলাকে কেন্দ্র করে কয়েক হাজার উৎসাহী দর্শক খেলা দেখবার জন্য ভীড় করে।