নীরব মোদি টাকা আত্মসাৎএর ঘটনার আতংকিত মানুষ
1 min readনিউজ ডেক্স,বর্তমান কথা নীরব মোদি টাকা আত্মসাৎএর ঘটনার আতংকিত মানুষ নিজেদের জমানো টাকা তুলতে ভিড় জমাচ্ছেন কালনার নিভুজী বাজার শাখার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে , তিনদিনে প্রায় তিনকোটি টাকা তুলে নিয়েছেন গ্রাহকরা,কেউ মিড্ ডে মিলের টাকা ,কেউ বা নিজেদের দরকারে টাকা তুলতে লম্বা লাইনে দাঁড়িয়েও টাকা পাননি,তাও হাল ছাড়তে নারাজ গ্রাহকরা ,বিপুল টাকা আত্মসাৎ এর ঘটনা প্রকাশে আসার পরেই এই অস্থিরতা দাবি গ্রাহকদের, নিজেদের জমানো টাকা যদি আগমী দিনে পেতে যদি কোনো সমস্যায় পড়েন এই বিপুল দুর্নীতির কারণে তাই নিজেদের টাকা তুলে নিচ্ছেন,তিন দিনে প্রায় তিনকোটি টাকা তুলে নিয়েছেন গ্রাহকরা , তাই এখন এই ব্যাংকে মজুত টাকা না থাকায় গ্রাহকরা ফিরে যাচ্ছেন দাবি ব্যাঙ্ক ম্যানেজারের, টাকা তুলতে আসে যাতে কোনো গন্ডগোল না হয় তার জন্যে কালনা থানা থেকে সিভিক ভলান্টারি মোতায়েন করেন ব্যাঙ্ক ,