চান্দল ওয়েস্ট নেতাজী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির
1 min readতপন চক্রবর্তী,-উত্তরদিনাজপুর,-উত্তরদিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের বোঁচা ডাঙ্গা অঞ্চলের চাঁদলে ওয়েস্ট নেতাজী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়।রক্ত দান শিবিরের উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী স্বপন কুমার সরকার।উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই বৈশ্য,গ্রাম পঞ্চায়েত প্রধান মানিক সরকার।কালিয়াগঞ্জ ব্লক তৃণমূল সভাপতি দধি মোহন দেবশর্মা।কালিয়াগঞ্জ ্টাউন তৃণমূল সভাপতি জয়ন্ত সাহা,ফতেপুর হাই স্কুলের প্রধান শিক্ষক প্রসূন দাস সহ বিশিষ্ট বক্তিগন।রক্তদান শিবিরে মোট 60জন রক্ত দান করে।