এবার এক কুকুরের খুনে চাঞ্চল্য ছডালো রাযগঞ্জে
1 min readঞ্জ পিউপিল ফর এনিম্যাল নামে একটি পশুপ্রেমী সংস্থার কর্মীরা। এরপর তাকে রায়গঞ্জের পশু হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা চিকিৎসকেরা সন্ধ্যায় তাকে মৃত বলে ঘোষনা করে। পরিবারের লোক না হয়েওপশু প্রেমি সংস্থার তরফে এ বিষয়েরায়গঞ্জ থানায় খুনেরলিখিত অভিযোগ দায়েরকরা হয় রায়গঞ্জের কাঞ্চনপল্লীর বাসিন্দা অমৃত পাল নামে এক ব্যাক্তির বিরুদ্ধে। এরপরই হত্যাকারীকে গ্রেফতারের দাবীতে সরব হয় রায়গঞ্জের পশু প্রেমীরা।শেষপর্যন্ত পশু চিকিৎসক শাশ্বতী চক্রবর্তীর নেতৃত্বে ময়নাতদন্ত হয় ওই কুকুরটির। এদিকে অভিযুক্তকে গ্রেফতারের জোড়ালো দাবীকরে দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতুলেছেন রায়গঞ্জ শহরেরপশুপ্রেমিরা। এদিন রায়গঞ্জ পিউপিল ফর অ্যানিম্যালের কর্নধার অজয় সরকার বলেন, “মানুষের মত পশুদেরও বেচে থাকার অধিকার আছে। নিয়ম মেনেইশাস্তির দাবী জানিয়েছি আমরা।