দিনহাটা গোপাল নগর এম এস এস উচ্চবিদ্যালয়েরবার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা
1 min readদিনহাটাঃ পড়াশোনার পাশাপাশি ছাত্র-ছাত্রীদের খেলাধুলায় আগ্রহী করে তুলতে দিনহাটা গোপাল নগর এম এস এস উচ্চবিদ্যালয়েরবার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল । মঙ্গলবার দিনহাটা শহরের বোর্ডিং পাড় মাঠে স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ।এদিনের এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিনহাটা পৌরসভার উপ পৌরপিতা শুভময় চক্রবর্তী , দিনহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর পারমিতা সাহা ,স্কুলের প্রধান শিক্ষক মহ আক্কাজ আলী , স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক নারায়ন দেব , স্কুলের প্রাক্তন শিক্ষিকা ভারতী দত্ত সমাজসেবী পার্থনাথ সরকার , সমাজসেবী সাবির সাহা চৌধুরী অন্যান্য শিক্ষক শিক্ষিকারা । এদিন স্কুলের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বার্ষিক এই ক্রীড়া প্রতিযোগিতার শুভ সুচনা করেন স্কুলের প্রধান শিক্ষক মহম্মদ আক্কাজ আলী । এদিন আলু দৌড় , জোড়া প
ায়ে দৌড় , অঙ্ক কষে দৌড়, কলসি মাথায় দৌড়, সাট পাট ফুটবল কিক সহ বেশ কয়েকটি ইভেন্টে স্কুলের শতাধিক ছাত্র ছাত্রী অংশ গ্রহন করে স্কুল সুত্রে জানা গেছে । এদিন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপস্থিত বিশিষ্টরা ছাত্র ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি খেলা ধুলার গুরুত্বের কথা তুলে ধরেন ।এদিনের এই ক্রীড়া প্রতিযোগিতায় স্কুলের প্রাক্তন ছাত্র ছাত্রী থেকে শুরু করে বর্তমান ছাত্র ছাত্রীদের পাশাপাশি অভিভাবক অভিভাবিকাদের উপস্থিতি ছিল লক্ষনীয় ।