কালিয়াগঞ্জে দর্শনীয় রানী স্বতী দাদি মন্দিরের উদ্বোধন
1 min readগত 20সে ফেব্রুয়ারি সকালে কালিয়াগঞ্জের ধর্মপ্রাণা মহিলারা শহরের ঠাকুরবাড়ি মন্দির থেকে 108টা কলসভর্তি জল মাথায় নিয়ে মন্দির প্রাঙ্গনে ধর্মীয় নিয়ম কানুন পালন করে থাকে।ট্রাস্টের প্রজেক্ট চেয়ারম্যান বাবুলাল আগরওয়াল ও ওম প্রকাশ আগরওয়াল বলেন বুধবার এই মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান দর্শন করবার জন্য হাজার হাজার মানুষ অংশগ্রহণ করলে যেন মিলন মেলার রূপ নেয়।মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান কার্তিক পাল সহ শহরের বিশিষ্ট ব্যক্তিগণ।রায়গঞ্জ থেকে কালিয়াগঞ্জ শহরে আসার প্রবেশের মুখে রায়গঞ্জ–বালুরঘাট 10নম্বর রাজ্য সড়কের পাশে অবস্থিত প্রণবানন্দ বিদ্যালয়ের কাছাকাছি এই সুন্দর মন্দিরটি কালিয়াগঞ্জ শহরের একটি নুতন দর্শনীয় স্থান হিসেবে পরিনত হবার ফলে সমগ্র কালিয়াগঞ্জ বাসীর কাছে এটি একটি গর্বের বলেই সবাই জানান।জানা যায় প্রতি বছর ভাদ্র মাসের অমাবস্যায় কালিয়াগঞ্জের শ্রী নারায়ণী সেবা ট্রাস্টের পরিচালনায় রানী স্বতী দাদি মন্দিরের বাৎসরিক অনুষ্ঠান মহাধুমধ্যামের সাথে অনুষ্ঠিত হবে বলে মন্দির কর্তৃপক্ষ জানান।