December 12, 2024

কালিয়াগঞ্জে দর্শনীয় রানী স্বতী দাদি মন্দিরের উদ্বোধন

1 min read
তপন চক্রবর্তী-উত্তরদিনাজপুর–উত্তরদিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে শ্রী নারায়ণী সেবা ট্রাস্টের পরিচালনায় বুধবার প্রতিষ্ঠিত হল রানী স্বতী দাদি মন্দির। কালিয়াগঞ্জের শ্রী নারায়ণী সেবা ট্রাস্টের সম্পাদক পবন কুমার আগরওয়াল এক সাক্ষাৎকারে বলেন এই মন্দির প্রতিষ্ঠিত করবার জন্য একবিঘা জমিদান করেন প্রয়াত যুগলচাঁদজি জ্বালান ও তার পরিবারের সদস্যরা।মন্দিরটি তৈরী করতে সময় লাগে আনুমানিক দশ বছর।শ্রীনারায়নি সেবা ট্রাস্টের সভাপতি বিশিষ্ট সমাজসেবী সুরেশ সারাফ বলেন এই মন্দির নির্মাণের জন্য অনেকদিন ধরেই তারা চেস্টা চালিয়ে আসছিল।এতদিনে  তাদের স্বপ্ন পূরণ হল  রানী স্বতী দাদি   মন্দিরের প্রতিষ্ঠার মধ্যে দিয়ে।এই মন্দিরের জন্য যে ট্রাস্ট করা হয়েছে সেই ট্রাস্টে কালিয়াগঞ্জ সহ কলকাতা,শিলিগুড়ি,ডালখোলা,গাজল সহ বিভিন্ন স্থানের ধর্মপ্রাণা মানুষ এই ট্রাস্টের সাথে যুক্ত হয়েছে বলে জানান।ট্রাস্টের কোষাধ্যক্ষ মোহনলাল মাহেশ্বরী বলেন এই মন্দিরে প্রতিদিন রানী স্বতী দাদির দুইবেলা পূজার ব্যবস্থা রয়েছে।

গত 20সে ফেব্রুয়ারি সকালে কালিয়াগঞ্জের ধর্মপ্রাণা মহিলারা শহরের ঠাকুরবাড়ি মন্দির থেকে 108টা কলসভর্তি জল  মাথায়  নিয়ে মন্দির প্রাঙ্গনে ধর্মীয় নিয়ম কানুন পালন করে থাকে।ট্রাস্টের প্রজেক্ট চেয়ারম্যান বাবুলাল আগরওয়াল ও ওম প্রকাশ আগরওয়াল বলেন বুধবার  এই মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠান দর্শন করবার জন্য হাজার হাজার মানুষ অংশগ্রহণ করলে যেন মিলন মেলার রূপ নেয়।মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান কার্তিক পাল  সহ শহরের বিশিষ্ট ব্যক্তিগণ।রায়গঞ্জ থেকে কালিয়াগঞ্জ শহরে আসার প্রবেশের মুখে রায়গঞ্জ–বালুরঘাট 10নম্বর রাজ্য সড়কের পাশে অবস্থিত প্রণবানন্দ বিদ্যালয়ের কাছাকাছি এই সুন্দর মন্দিরটি কালিয়াগঞ্জ শহরের একটি নুতন দর্শনীয় স্থান হিসেবে পরিনত হবার ফলে সমগ্র কালিয়াগঞ্জ বাসীর কাছে এটি একটি গর্বের বলেই সবাই জানান।জানা যায় প্রতি বছর ভাদ্র মাসের অমাবস্যায় কালিয়াগঞ্জের শ্রী নারায়ণী সেবা ট্রাস্টের পরিচালনায় রানী স্বতী দাদি মন্দিরের বাৎসরিক অনুষ্ঠান মহাধুমধ্যামের সাথে অনুষ্ঠিত হবে বলে মন্দির কর্তৃপক্ষ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *