প্রশ্নের মুখে পড়লো মুখ্য মন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যাবস্থা
1 min readপিয়া গুপ্তা বর্তমানের কথা : উত্তর দিনাজপুরের হেমতাবাদে ত্রিস্তরীয় নিরাপত্তা বেষ্টনী ভেদ করে মুখ্য মন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়ের সভা মঞ্চে উঠে পড়লেন দুই মহিলা. এই ঘটনায় প্রশ্নের মুখে পড়লো মুখ্য মন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যাবস্থা. আজ হেমতাবাদ এ মুখ্য মন্ত্রীর সভা চলাকালীন নিরাপত্তা বেষ্টনী ভেদ করে ভিতরে ঢুকে পড়েন ২ মহিলা. এক মহিলা মঞ্চে উঠেপরে দাবি করেন, ২০১৫ সালে বাবার খুনের অভিযুক্ত দের কয়েকজন এখনো ধরা না পড়ায় , মুখ্য মন্ত্রীর হস্তক্ষেপ চাইতেই এই পদক্ষেপ নেন তারা. এই ঘটনায় অসোন্তষ প্রকাশ করেছেন মুখ্য মন্ত্রী
.প্রশাসন সূত্রে খবর, এদিকে যে মেয়েটি মঞ্চে উঠে পড়েন, তাঁর নাম রাবেয়া খাতুন৷তাঁদের বাবাকে গ্রামবাসীরা পিটিয়ে মেরে ফেলেছে৷ এখনও সেই ঘটনার বিচার পাননি তাঁরা৷ বাবার মৃত্যুর বিচার ও চাকরির দাবিতেই তাঁরা এদিন সভামঞ্চে পৌঁছেছিলেন৷