December 10, 2024

জেলাশাসকের একটি প্রশংসনীয় উদ্যোগ

1 min read

বিশ্বজিৎ মন্ডল,  মালদা : মালদা মেডিক্যাল কলেজ হাসপাতাল চত্বরে দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন এক মহিলা পরে থাকলেও নজর পড়েনি কারোরই।শেষে দুইদিন আগেই মালদা সফরে এসে মালদা মেডিক্যাল কলেজের অপরিচ্ছন্নতা অবস্থা দেখে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।মুখ্যমন্ত্রী মালদা ছাড়তেই নড়েচড়ে বসে জেলা প্রশাসন।বৃহস্পতিবার আসরে নামে জেলাশাসক,ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান সহ অন্যান্য আধিকারিকেরা। অত্যন্ত অস্বাস্থ্যকর অবস্থায় হাসপাতাল চত্বরে পরে থাকা এই মানসিক ভারসাম্যহীন মহিলাকে আবর্জনার পাশেই পরে থাকতে দেখেন জেলাশাসক কৌশিক ভট্টাচার্য।জেলাশাসক বলে কথা, দীর্ঘদিন ধরে অযত্নে বিনা চিকিৎসায় আস্তাকুড়ে পরে থাকা এই মহিলাকে তুলে নিয়ে এসে প্রথমে মালদা মেডিক্যাল কলেজে চিকিৎসা, পরে প্রয়োজন হলে বহরমপুর মানসিক ভারসাম্যহীন হাসপাতালে ভর্তির নির্দেশ দেন জেলাশাসক।মৃতপ্রায় এই অসহায় মহিলার শুরু হয় চিকিৎসা।হয়তো উপযুক্ত চিকিৎসা আর কোত্থের জোরে মহিলা একদিন সুস্থ হয়ে ফিরতে পারবেন সমাজের মুলস্রোতে।নিঃসন্দেহেজেলাশাসকের এটি একটি প্রশংসনীয় উদ্যোগ।আজ হয়তো তিনি এই নির্দেশের মাধ্যমেই মানবিকতার অনন্য নজির গড়লেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *