ইংরেজবাজার বাজার থানার কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকায় আবর্জনা ফেলাকে কেন্দ্র করে দুই প্রতিবেশীর মধ্যে সংঘর্ষ
1 min readবিশ্বজিৎ মন্ডল (মালদা) : বার বার বারন করা সত্ত্বেও বাড়ির আবর্জনা প্রতিবেশীর বাড়ির সামনে ফেলার অভিযোগ । আর এই ঘটনাকে কেন্দ্র করে তুলকালাম মালদার ইংরেজবাজার বাজার থানার কাজিগ্রাম গ্রাম পঞ্চায়েত এলাকা । বাড়ির সামনে আবর্জনা ফেলাকে কেন্দ্র করে বচসার জেরে সংঘর্ষ, আহত দুই। জানা যায় কাজিগ্রাম অঞ্চলের বাবুপাড়া এলাকায়র বাসিন্দা রণ সিংহ তার বাড়ির নোংরা আবর্জনা প্রতিবেশী পঙ্কজ পান্ডের বাড়ির সামনে ফেলে দিত । বার বার বরন করা সত্ত্বেও কর্ণপাত করেনি এলাকার এলাকার দাপুটে লোক বলে পরিচিত রণ বলে অভিযোগ । এই নিয়ে নিত্যদিন বচসা লেগেই থাকত এই দুই প্রতিবেশীর মধ্যে । রবিবার বিকেলে নোংরা আবর্জনার একটি প্যাকেট পঙ্কজের বাড়ির সামনে ফেললে তার প্রতিবাদ করে পঙ্কজ । ঘটনায় বচসা বেঁধে যায় দুই পক্ষের । অভিযোগ রণ তার দলবল নিয়ে চড়াও হয় প্রতিবেশী পঙ্কজের উপর । বেধড়ক মারধর করে রণ বলে অভিযোগ । ঘটনাটি এলাকাবাসীরা দেখতে পেয়ে পঙ্কজকে বাঁচাতে আসলে গ্রামবাসীদেরও দেখে নেওয়ার হুমকি দিতে থাকে ওই রণ সিংহ ।
তারপরই এলাকাবাসীদের ক্ষোভের মুখে পড়ে রণ এবং তার দলবল । রণর সঙ্গীরা পালিয়ে গেলেও স্থানীয় বাসিন্দারা ধরে ফেলে রণকে । চলে বেধড়ক মারধর ।পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহতদের নাম, রনো সিংহ এবং পঙ্কজ পান্ডে। দুই পক্ষের অভিযোগ দায়ের থানায়। অভিযোগ, পঙ্কজ পান্ডের বাড়ির সামনে মাঝে মধ্যে বাড়ির আবর্জনা ফেলতেন রনো সিংহ। রবিবার সন্ধ্যায় এই নিয়ে দুইজনের মধ্যে বচসা শুরু হয়। সেই বচসা থেকে সংঘর্ষ বেধে যায়। লাঠি ও লোহার রডের আঘাতে জখম হয় দুইজন। পরিজনেরা তাদের উদ্ধার করে রাতে ভরতি করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন। তবে কি কারনে সংঘর্ষ তা তদন্ত শুরু করেছে ইংরেজ বাজার থানার পুলিশ।