December 12, 2024

রোগী মৃত্যুর সংবাদ সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত সাংবাদিকরা

1 min read

শুভদীপ চক্রবর্তী ঃ কোচবিহার: রোগী মৃত্যুর ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়াল কোচবিহার শহরের এক বেসরকারি নার্সিংহোমে।  রবিবার রাতে কোচবিহার শহরের মদন মোহন বাড়ি এলাকার একটি বেসরকারি নার্সিং হোমে এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয়। জানা গিয়েছে বছর ৪২ এক  গুরু দয়াল বোথরা নামে এক ব্যক্তিকে এদিন রাতে অসুস্থ অবস্থায় ওই নার্সিং হোমে নিয়ে আসেন পরিবারের লোকেরা । কিন্তু নার্সিং হোম কর্তৃপক্ষ তাদের রোগীকে ভর্তি করানো নিয়ে  টাল বাহানা করে বলে অভিযোগ। এই ভাবে পড়ে থাকতে থাকতে মারা যায় ওই ব্যক্তি। এরপরেই রোগীর আত্মীয় পরিজনেরা চিকিৎসার গাফিলতির অভিযোগ তোলেন।  এই ঘটনার পর নার্সিং হোমের সামনে বিক্ষোভ দেখাতে শুরু রোগীর আত্মীয় স্বজনরা।এই প্রসঙ্গে নার্সিং হোমের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমি ছিলাম না। এখনি আসলাম। কি হয়েছে জানি না। এই বিষয়ে কিছু বলতে পারব না। পরিবারের  অভিযোগ, নার্সিং হোমের নিরাপত্তা রক্ষী ও কর্মীরা তাদের সঙ্গে দুর্ব্যবহার করে। এরপর তাদের সঙ্গে বচসায় শুরু করে। নার্সিং হোমের কর্মী ও আয়া মাসীরা তাদের উপর আক্রমণ চালাতে শুরু করে বলে অভিযোগ। এই ঘটনার ছবি তুলতে
নার্সিংহোমে র কর্মীরা সাংবাদিকদের ওপর  আক্রমণ চালায় বলে অভিযোগ । এই ঘটনায় চার জন সাংবাদিক আহত হয়েছে।   খবর পেয়ে কোতোয়লি  থানা থেকে বিশাল পুলিশ বাহিনী এসে সাংবাদিকদের উদ্ধার করে। শুধু সাংবাদিকদের ওপর আক্রমণই নয় পুলিশকে লক্ষ্য করেও নার্সিং হোমের ভেতর ও উপর থেকে কাচের টুকরো ও টব ছোড়া হয়েছে । এই ঘটনায় কোতওয়ালি থানার আইসি সমীর পাল আহত হয়েছেন বলে জানা গিয়েছে। আহত চারজন সাংবাদিক হলেন  নাম প্রাণ প্রতিম পাল, হীরক রায় দেবাশিস বিশ্বাস.,চন্দন দাস, কিংশুক দত্ত। এদিন এই ঘটনার জেরে নার্সিং হোমের অন্যান্য রোগীর আত্মীয়রা সমস্যায় পড়েন। তাদের অভিযোগ, ঘটনার পর দীর্ঘ ক্ষণ নার্সিং হোমের গেট বন্ধ করে রাখা হয়। কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছিল না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *