নদীয়ার নাকাশীপাড়ার সোনাতলা গ্রামে চার বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল
1 min readনিজস্ব প্রতিনিধি (নদীয়া) ঃ নদীয়ার নাকাশীপাড়ার সোনাতলা গ্রামে চার বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে পুলিশ এক যুবককে গ্রেপ্তার করেছে। প্রতিবেশী ওই যুবক তাপস মজুমদার গতরাতে শিশুটিকে জঙ্গলে নিয়ে গিয়ে নির্যাতন করে বলে অভিযোগ। পরে উত্তেজিত জনতা তাকে গণপ্রহার দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। সোনাতলা গ্রামে প্রতিবেশী পবিত্র সরকারের বাড়িতে গৃহপ্রবেশের নেমন্তন্ন খেতে শিশুটি তার বাবা-মায়ের সঙ্গে গিয়েছিল। সেই সময় ওই যুবক ফুসলিয়ে মেয়েটিকে পাশে একটি জঙ্গলে নিয়ে গিয়ে কুকীর্তি করে।শিশুটিকে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করানো হয় ধৃত যুবককে আজ পকসো আদালতে তোলা হবে।