ইটাহার বালুরঘাট রাজ্য সড়কে তিলনা এলাকায় দুটো লরির মুখ মুখী সংঘর্ষে মৃত ২ ও আহত ৫ জন
1 min readনিজস্ব প্রতিনিধি (ইটাহার) : ইটাহার বালুরঘাট রাজ্য সড়কে তিলনা এলাকায় দুটো লরির মুখ মুখী সংঘর্ষে মৃত ২ ও আহত ৫ জন । এদিন বালুরঘাট মুখি একটি ছোটো লরি ইট বোঝাই করে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি বালু বোঝাই দশ চাকা লরির সঙ্গে মুখ মুখী সংঘর্ষের ফলে বালু বোঝাই গাড়ির চালক ও খালাসী ঘটনা স্থলে মারা যায় ও ইট বোঝাই লড়ির চালক সহ আরও পাঁচ জন গুরুতর ভাবে জখম হয়। আহত দের উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা ইটাহার ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আনলে গুরুতর জখম চার জন কে রায়গঞ্জ জেলা হাসপাতালে পাঠায় চিকিৎসক। বাকি এক জন ইটাহার স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা ধীন। তবে মৃত ব্যক্তিদের নাম জানা যায়নি। তবে দুটো গাড়ি চাঁচল থানার অন্তর্গত বলে জানা গিয়েছে। এদিনের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে যান ইটাহার থানার পুলিশ। মৃত দেহ উদ্ধার করে রায়গঞ্জ জেলা হাসপাতাল মর্গে পাঠায়। গারি দুটোকে আটক করেছে পুলিশ। এদিনের ঘটনায় রাজ্য সড়কে প্রচণ্ড জান যটের সৃষ্টি হলে পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি স্বাভাবিক হয়।