November 15, 2024

ভালোবাসি ভালোবাসি – শ‍্যাম সুন্দর সরকার,বর্তমানের কথা

1 min read

ভালোবাসি ভালোবাসি
———————-
শ‍্যাম সুন্দর সরকার,বর্তমানের কথা
মনে পড়ে সেদিন, যেদিন তোমায় প্রথম দেখেছিলাম।
তোমার সেই কাজল কালো চোখে আমার চোখ আটকে ছিল।
তুমি যদিও চোখ ফিরিয়ে নিয়েছিলে
সেদিন প্রথম বুকের বাম দিকের আওয়াজে শুনেছিলাম
ভালোবাসি ভালোবাসি।
মনে পড়ে সেদিন, যেদিন খোলা মেলা চুলে কলেজ ক‍্যান্টিনে বসে ছিলে তুমি
বারবার করে তোমার খোলা চুল তোমায় বিরক্ত করছিল,
তুমি আলতো ভাবে ডান হাত দিয়ে চুলগুলোকে কানের পাশে সরিয়ে দিয়েছিলে।
সেদিনও বুকের বাম দিকের আওয়াজে শুনেছিলাম
ভালোবাসি ভালোবাসি।
সেদিনের কথা তো নিশ্চই মনে আছে
সেই সরস্বতী পূজার দিন নীল রঙের শাড়ি পড়ে এসেছিলে
চোখে কাজল আর ছোট্ট একটা টিপ,
সত্যি বুকে ঝড় তুলে দিয়েছিলে।
সেদিন সকলেই হয়তো শুনতে পেড়েছিল বুকের বাম দিকের আওয়াজ
ভালোবাসি ভালোবাসি।
সেই বৃষ্টি ভেজা রাত্রিতে তুমি আর আমি হাতে হাত রেখে যাচ্ছিলাম
ঠান্ডায় থরথর করে কাপছিল তোমার ঠোঁট দুটো
হঠাৎ করে বিদ্যুৎ চমকানোতে জড়িয়ে ধরেছিলে আমায়।
মনের মধ্যে থেকে একটাই কথা বেড়িয়ে এসেছিল আমার
ভালোবাসি ভালোবাসি।
আমাদের সেই স্মরণীয় দিন যেদিন বধূ সেজেছিলে
 আমার বাড়িতে আসবে বলে, কিন্তু ছোটবেলা ফেলে আসার ভয়ে কাতুর
কতনা কান্না করছিলে তুমি।
তোমার সেই কান্নার আওয়াজে মন প্রতিজ্ঞা করেছিল 
ভালোবাসি ভালোবাসি।
তুমি যখন জীবনের শ্রেষ্ঠ উপহার টি দিয়েছিলে আমায়
আমাদের ছোট্ট রাজকুমারীকে,
সত্যি বলছি মনের মধ্যের ভাব ব‍্যক্ত করার ক্ষমতা ছিল না।
শুধু তোমাদের জড়িয়ে ধরে মনকে শুধু একটাই উত্তর দিয়েছিলাম
ভালোবাসি ভালোবাসি।
তুমি যেদিন অসুস্থ হয়ে পড়েছিলে দিন পনেরো
খুব রাগ হয়েছিল তোমার প্রতি। একা একাই কষ্টের সুখ অনুভব করবে আর আমি বাদ।
কান্না জড়ানো অভিমানে মন একটা কথাই বলেছিল
ভালোবাসি ভালোবাসি।
জীবনের শেষ প্রান্তে এসে আজ আমি বিছানায় শুয়ে
তোমার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত আজও যেন স্পষ্ট।
অনিচ্ছা সত্ত্বেও যদি তোমায় ছেড়ে চলে যেতে হয়

তবুও জীবনের শেষ নিঃশ্বাস পযর্ন্ত বুকের বাম দিকে একটাই আওয়াজ শোনা যাবে
ভালোবাসি ভালোবাসি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *