ভেজা ঠোঁটে…কৌস্তুভ দে সরকার
1 min readভেজা ঠোঁটে…
—————
কৌস্তুভ দে সরকার
ভেজা ঠোঁটে চুমু খেতে ভালো লাগে
কেঁপে ওঠা ডগার শিশির
কচি পাতার অস্ফুট আবৃত্তি
ভেতরের বিবেক যতটুকু নিঃশেষ জাগায়
সে ধাতব-অধাতব বিশ্বাস
আপেক্ষিক শরীরে ছলাকলার নাচ
কিছু কিছু দ্রাবিড় উচ্চারণ
ভালো ভ্রু নাচায়
নীলনদের ফ্রেমে আটকে যায় মিশরকুমার
যতটা ঈশ্বর পেতে চায়…
অন্ধকারে খসে পড়া মৃত্যুর লালা
সাথে বিদ্যুৎ ছলক
দেখা হয়ে যায় সমগ্র উপত্যকা যখন
হাতে হাত বয়ে যাওয়া সুখের বাৎস্যায়ন
হাজার বছরের প্রেমের দলিল
স্বীকৃতি পাবার কতগুলো ভাংচুর চুরমার অলিবাবার মোহর
শরীরের সমস্ত চিচিংফাঁক জানতে চেয়ে ভেতরের বোধ যখন স্বয়ংক্রিয়
ভালোবাসা হয়ে ওঠা অজুহাত
ভেজা ঠোঁটে চুমু খেতে ভালো লাগে
কারো কারো হাঁটুর উপর থেকে সরে যাওয়া মেঘ
টলটলে জল খেলার মাঠেও
পানশালা থেকে মন্দিরের দুরত্ব
অক্টোপাসের মতো সন্ধ্যা মাপায়
আতরদানির কিছু উদগ্র ছলক
দৃশ্যত: কিছুই থাকেনা গোপন
যতটা ঈশ্বর ছড়িয়ে রাখে অ্যালকোহল
ভেজা ঠোঁটে চুমু খেতে ভালো লাগে
এই চুমু কখনো কি পাপ মনে হয় ?