November 7, 2024

অভিভাবকদের চা বিস্কুট প্রদান

1 min read

অজিত মন্ডল সোমবার থেকে শুরু হলো ২০১৮  সালের মাধ্যমিক পরীক্ষা। এদিন বেলা ১২ টা থেকে শুরু হয় প্রথম দিনের পরীক্ষা। ইতিমধ্যেই দুপুরের সময়ে ভালো গরম পড়ে গেছে। আর গরমের মধ্যে পরীক্ষা দিতে আসা ছাত্র- ছাত্রীদের অভিভাবক- অভিভাবিকাদের যাতে কোন প্রকার অসুবিধার সন্মূখিন না হতে হয়। সেই কারনে অভিনব উদ্যোগ গ্রহণ করেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ব্লক তৃনমূল কংগ্রেস। মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন থেকে শুরু করে শেষ দিন প্রযন্ত কালিয়াগঞ্জ ব্লকের ৭ টি মাধ্যমিক সেন্টার স্কুল গিলের কাছে খোলা হয়েছে তৃনমূল সহায়তা কেন্দ্র। যাতে পরীক্ষা দিতে আসা ছাত্র- ছাত্রীর অভিভাবক- অভিভাবিকাদের এই গরমের মধ্যে সেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে না থেকে তাদের সহায়তা কেন্দ্রে বসার ব্যবস্থা করা হয়েছে তারা যাতে সেখানে এসে আরামে পরীক্ষার ৩ টি ঘন্টা কাটাতে পারে। তার সাথে সহায়তা কেন্দ্রে রাখা হয়েছে পানীয় জলের ব্যবস্থা সাথে রয়েছে বিস্কুট। এমন  কেউ কোন কারনে অসুস্থ্য হয়ে পড়ে তার জন্য ব্যবস্থা করা হয়েছে প্রাথমিক স্বাস্থ্য সহায়তা।বিদ্যালয় গুলি হল লক্ষ্মীপুর মহিম চন্দ্র বিদ্যাভবন,ডালিমগাও উচ্চ বিদ্যালয়, ফতেপুর সি টি উচ্চ বিদ্যালয়, তরঙ্গপুর উচ্চ বিদ্যালয়, বরাল হরলাল উচ্চ বিদ্যালয় ও শিবপুর হাই মাদ্রাসায়। তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে এই সহায়তা কেন্দ্র খুলার জন্য খুশি ছাত্র- ছাত্রীদের অভিভাবক ও অভিভাবিকারা।এদিন তৃনমূল ব্লক সভাপতি দধীমোহন দেবসর্মা জানান, তৃনমূল কংগ্রেস সব সময়য়ে মানুষের পাশে গিয়ে দারায়। মূখ্যমন্ত্রী অনুপ্রেরনায়  মাধ্যমিক পরীক্ষা দিতে আসা ছাত্র- ছাত্রীদের অভিভাবক- অভিভাবিকাদের যাতে এই গরমের মধ্যে এদিক ওদিক গিয়ে আশ্রয় নিতে না হয় সেই কারনে ব্লক তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে এই সহয়তা কেন্দ্রের ব্যবস্থা করা হয়েছে ব্লকের ৭ টি বিদ্যালয়ের কাছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *