হাসপাতালের বিছানায় মাধ্যমিক পরীক্ষা দিল এক ছাত্র
1 min readহাসপাতালের বিছানায় মাধ্যমিক পরীক্ষা দিল এক ছাত্র। ভাতের মার হাতে পরে গিয়ে আহত হয় মাধ্যমিক পরীক্ষার্থী। আহত ছাত্রের নাম মহঃ রেজা। সে কালানাগীন হাইস্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী। তাঁর পরীক্ষা কেন্দ্র ছিল পাচুরসিয়া হাই স্কুল।পরিবারের তরফে জানা গিয়েছে ,আজ সকালে রান্না ঘরে ভাত খাওয়ার জন্য গিয়েছিল। সে সময় আচমকা মাথা ঘুরে পরে যায় ভাতের মারের উপর। তাতে তার হাত পুরে যায়। মহম্মদ রেজা বর্তমানে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতালের শয্যাতেই তার পরীক্ষার ব্যবস্থা করে দিয়েছে জেলা প্রশাসন।